বারাণসী, ১৭ আগস্ট – বারাণসীর জ্ঞানবাপী মসজিদের বিতর্কিত জমির দাবি থেকে পিছু হটছে না হিন্দু সেনা। কট্টরপন্থী হিন্দু এই সংগঠনের তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, আলোচনার প্রস্তাবকে স্বাগত জানালেও বিচারাধীন ওই বিষয় নিয়ে কোনও রকম আপসের পথে হাঁটা হবে না। বিশ্ব বৈদিক সনাতন সংঘের প্রধান জিতেন্দ্র সিং ভিসেন সম্প্রতি আদালতের বাইরে আলোচনার মাধ্যমে জ্ঞানবাপী মসজিদ এবং কাশী বিশ্বনাথ মন্দির নিয়ে মীমাংসার জন্য হিন্দু এবং মুসলিম পক্ষের কাছে আবেদন জানান। তখনই এই অবস্থানের কথা জানিয়েছে হিন্দু সেনা। অন্য দিকে, ‘অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি’র তরফে জানানো হয়, তারাও জিতেন্দ্রের চিঠির জবাব দিয়েছেন।