পঞ্চায়েত ভোট পিছিয়ে দেওয়ার প্রস্তাব হাইকোর্টের 

কলকাতা, ১২ জুন – মনোনয়ন জমা দেওয়ার মেয়াদ বাড়ানোর প্রস্তাব আগেই দিয়েছিল হাইকোর্ট। এবার নির্বাচন পিছিয়ে ১৪ জুলাই করার প্রস্তাব দিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। এর আগে এক দফায় ৮ জুলাই পঞ্চায়েত ভোট হবে বলে ঘোষণা করেছিলেন রাজ্যের নতুন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। একইসঙ্গে ৯ থেকে ১৫ জুন মনোনয়ন জমা দেওয়া যাবে বলে জানিয়েছিলেন তিনি। এর মধ্যে ২ দিন ছুটি থাকায় মনোনয়ন জমা দেওয়ার মোট দিন দাঁড়াচ্ছে ৫। এই আবহে আদালতের পর্যবেক্ষণ, মাত্র ৫ দিনে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া যথেষ্ট নয়। এই আবহে মনোনয়ন জমা দেওয়ার মেয়াদ বাড়িয়ে ১৬ জুন করার প্রস্তাব দেয় রাজ্য নির্বাচন কমিশন। তখন প্রধান বিচারপতি বলেন, তাহলে নির্বাচন ৮ জুলাইয়ের বদলে ১৪ জুলাই করানো হোক।

প্রসঙ্গত, মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন শুক্রবার,  ১,৩৫৬টি মনোনয়ন জমা পড়েছিল। শনিবার দ্বিতীয় দিনে ৯,৭৭২টি মনোনয়ন জমা পড়ে। হিসেব মতো ২ দিনে মোট ১১,১২৮টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে জেলা পরিষদে মোট মনোনয়ন জমা পড়েছে ১৭৩টি। পঞ্চায়েত সমিতিতে মোট মনোনয়ন পড়েছে ১,৪২১টি এবং সবচেয়ে বেশি মনোনয়ন জমা পড়েছে গ্রাম পঞ্চায়েতে ৯,৫৩৪টি। এদিকে কমিশনের হিসেব অনুযায়ী, বিজেপিরই সবচেয়ে বেশি মনোনয়ন জমা পড়েছে প্রথম ২ দিনে। মোট ৪,৯০৩টি মনোনয়ন পত্র জমা দেন বিজেপির মনোনীত প্রার্থীরা। এদিকে বাম প্রার্থীরা মোট ৪,২৪৯টি মনোয়ন জমা দিয়েছে। শাসকদল তৃণমূল কংগ্রেসের মোট ৬৩৩টি মনোনয়ন জমা পড়েছে। ১১ তারিখ, রবিবার ছুটির দিন ছিল। সোমবার ফের শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া।

এদিকে রাজ্যে মোট ২২ টি জেলায় ৩,৩১৭ টি গ্রাম পঞ্চায়েত আছে। মোট পঞ্চায়েত আসনের সংখ্যা ৬৩,২৮৩। মোট নির্বাচন কেন্দ্রের সংখ্যা ৫৮,৫৯৪। নয়া নির্বাচন কমিশনার জানিয়ে দিয়েছেন, দার্জিলিং এবং কালিম্পং ছাড়া রাজ্যের সর্বত্র ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচন হবে। ওই দুটি জেলায় শুধু দ্বিস্তরীয় নির্বাচন হবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।