কেদারনাথে কপ্টার ভেঙে মৃত্যু ৬ জনের

উত্তরাখন্ড, ১৮ অক্টোবর– কেদারনাথ যাওয়ার পথে যাত্রীবাহী হেলিকোপটার ভেঙে মৃত্যু হল যাত্রীদের। ভয়াবহ দুর্ঘটনা। ভেঙে পড়ল যাত্রীবাহী হেলিকপ্টার । পাইলট-সহ ৬ জনেরই মৃত্যু হয়েছে বলেই খবর।দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। হেলিকপ্টারটি ভেঙে পড়ে পাহাড়ের ঢালে। সেখানে উদ্ধার কাজ শুরু হয়েছে বলে খবর। 

খবর অনুযায়ী ফাটা এলাকা থেকে কেদারনাথের উদ্দেশে কপ্টারে রওনা হয়েছিলেন ৬ জন। কেদারনাথ থেকে মাত্র ২ কিলোমিটার দূরে রুদ্রপ্রয়াগের কাছে গরুড় চটির কাছে মঙ্গলবার সকালে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী কপ্টারটি। সকলেরই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। উদ্ধারকারী দলের সূত্রে জানা গিয়েছে, ৬ জনের দেহ উদ্ধার হয়েছে। তার মধ্যে ২ জন পাইলট । খারাপ আবহাওয়ার জন্যই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান।  

আরও জানা গিয়েছে, গরু চটি থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যে ‘আরিয়ান’ কপ্টারটিতে আগুন ধরে যায়। এরপর রুদ্রপ্রয়াগের কাছে তা ভেঙে পড়ে। 


পাহাড়ি পথে কপ্টার বিপর্যয় নতুন নয়। এর আগেও রুদ্রপ্রয়াগের কাছে কপ্টার ভেঙে পুণ্যার্থীদের মৃত্যু হয়েছিল।