• facebook
  • twitter
Friday, 22 November, 2024

প্রবল বৃষ্টিতে জলমগ্ন নিউ ইয়র্কে ব্যাহত বিমান ও মেট্রো পরিষেবা , জরুরি অবস্থা জারি

নিউ ইয়র্ক, ৩০ সেপ্টেম্বর – ভারী বৃষ্টিতে বিপর্যস্ত  নিউ ইয়র্ক। শহরের বিভিন্ন এলাকার বহু গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন। পরিস্থিতি সামাল দিতে শহরে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। ভারী বৃষ্টির কারণে নিউ ইয়র্কের বিমান এবং মেট্রো পরিষেবাও ব্যাহত হয়। শুধু নিউ ইয়র্ক নয়, আমেরিকার উত্তর-পূর্ব অঞ্চল জুড়ে রাতভর ভারী বৃষ্টিতে নিউ ইয়র্কের একাধিক রাস্তা জলে ডুবে যায়। নিউ ইয়র্কে শুক্রবার সারা

নিউ ইয়র্ক, ৩০ সেপ্টেম্বর – ভারী বৃষ্টিতে বিপর্যস্ত  নিউ ইয়র্ক। শহরের বিভিন্ন এলাকার বহু গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন। পরিস্থিতি সামাল দিতে শহরে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। ভারী বৃষ্টির কারণে নিউ ইয়র্কের বিমান এবং মেট্রো পরিষেবাও ব্যাহত হয়। শুধু নিউ ইয়র্ক নয়, আমেরিকার উত্তর-পূর্ব অঞ্চল জুড়ে রাতভর ভারী বৃষ্টিতে নিউ ইয়র্কের একাধিক রাস্তা জলে ডুবে যায়।

নিউ ইয়র্কে শুক্রবার সারা দিন মুষলধারে বৃষ্টি। অত্যধিক ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। গত কয়েক দশকে এক দিনে এত বৃষ্টি হওয়ার উদাহরণ নেই বললেই চলে।  জল ভেঙে এগোতে হচ্ছে গাড়ি। পথচলতি মানুষ জল এড়াতে রাস্তার ধারের রেলিংয়ে উঠে পড়ছেন— এমন ছবিও দেখা যায়। জলের উপর দিয়েই বিমানবন্দরে প্রবেশ করতে হচ্ছে যাত্রীদের। বেশ কিছু বিমান ছাড়তে দেরি হচ্ছে।

জলমগ্ন নিউ ইয়র্কের কয়েকটি ছবি এবং ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে শুক্রবার থেকেই। সেখানে রাস্তার জমা জল দেখে কলকাতা বা মুম্বইয়ের সঙ্গে নিউ ইয়র্ককে আলাদা করা মুশকিল। জল ভেঙে রাস্তা পার হচ্ছেন মানুষ। মেট্রো স্টেশনের ছাদ থেকে ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টির জল।  সাবওয়ের সিঁড়ি দিয়ে ঝর্নার মতো জল  নামতে দেখা যায় । রাস্তায় জমা জলের কারণে যানজটেরও সৃষ্টি হয়।
বৃষ্টির কারণে নিউ ইয়র্ক মেট্রোর একাধিক লাইনে পরিষেবা বন্ধ রাখতে হয়েছে। বাতিল হয়েছে অনেক ট্রেন। প্রশাসনের চিন্তা বাড়িয়েছে হড়পা বান। শহরে জরুরি অবস্থা জারি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে।