• facebook
  • twitter
Monday, 25 November, 2024

একধাক্কায় বস্ত্র শিল্পের শ্রমিকদের ৫৬ শতাংশ মজুরি বাড়াল হাসিনা সরকার

ঢাকা, ৮ নভেম্বর–  বিশ্বের উন্নয়নশীল দেশগুলির মধ্যে দ্রুত উপরের দিকে উঠে আসছে বাংলাদেশ৷ আর বাংলাদেশের এই উন্নতির পিছনে অন্যতম কারণ হল সে দেশের বস্ত্রশিল্প ৷ বিভিন্ন আন্তর্জাতিক ব্রান্ডের পোশাক তৈরি হয় বাংলাদেশে৷ কম খরচ ও বিপুল কর্মীর জোগানের জন্য লাভবান হয় পোশাক প্রস্তুতকারক সংস্থাগুলি৷ এবার উৎপাদকদের পাশাপাশি শ্রমিকদেরও বিশেষ গুরুত্ব দিল হাসিনা সরকার৷ বাড়ানো হল

শেখ হাসিনা (File Photo: IANS)

ঢাকা, ৮ নভেম্বর–  বিশ্বের উন্নয়নশীল দেশগুলির মধ্যে দ্রুত উপরের দিকে উঠে আসছে বাংলাদেশ৷ আর বাংলাদেশের এই উন্নতির পিছনে অন্যতম কারণ হল সে দেশের বস্ত্রশিল্প ৷ বিভিন্ন আন্তর্জাতিক ব্রান্ডের পোশাক তৈরি হয় বাংলাদেশে৷ কম খরচ ও বিপুল কর্মীর জোগানের জন্য লাভবান হয় পোশাক প্রস্তুতকারক সংস্থাগুলি৷ এবার উৎপাদকদের পাশাপাশি শ্রমিকদেরও বিশেষ গুরুত্ব দিল হাসিনা সরকার৷ বাড়ানো হল শ্রমিকদের নূ্যনতম মজুরি ৷ বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত কর্মী-শ্রমিকদের বেতন ৫৬.২৫ শতাংশ বাড়াল বাংলাদেশ সরকার৷ মঙ্গলবার এই ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান৷
জানা গিয়েছে, এবার থেকে বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের নূন্যতম বেতন ৮ হাজার টাকা থেকে বাডি়য়ে ১২ হাজার ৫০০ টাকা করা হচ্ছে৷ আগামী ডিসেম্বর মাস থেকেই এই নতুন মজুরি কার্যকর হবে৷ নতুন বছর, ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে নতুন কাঠামোয় বেতন পাবেন শ্রমিকরা৷
প্রসঙ্গত, ২০১৮ সালে শেষবার বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের নূ্যনতম মজুরি ধার্য করা হয়েছিল৷ সেই সময় মজুরি বাডি়য়ে ৮ হাজার টাকা করা হয়৷ এবার তা একধাক্কায় ৪ হাজার ৫০০ টাকা বাডি়য়ে ১২ হাজার ৫০০ টাকা করা হল৷ অর্থাৎ একলাফে প্রায় ৫৬.২৫ শতাংশ বেতন বৃদ্ধি হচ্ছে৷