• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

তিন রাজ্যের জয়ে খুশি হয়ে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা নরেন্দ্র মোদীকে উপহার দিতে চান!

কর্ণাটক:- মধ্যপ্রদেশ, ছত্রিশগড় ও রাজস্থানে বড় জয় পেয়েছে বিজেপি। সূত্রের খবর, তিন রাজ্যে জয়ী হয়ে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগামী লোকসভায় তিনি উপহার দিতে চান। সেই কথা রবিবার ব্যক্ত করেছেন তিনি। চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। তিন রাজ্যেই বিজেপি সরকার গড়বে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ব্যাপক ফল

কর্ণাটক:- মধ্যপ্রদেশ, ছত্রিশগড় ও রাজস্থানে বড় জয় পেয়েছে বিজেপি। সূত্রের খবর, তিন রাজ্যে জয়ী হয়ে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগামী লোকসভায় তিনি উপহার দিতে চান। সেই কথা রবিবার ব্যক্ত করেছেন তিনি। চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। তিন রাজ্যেই বিজেপি সরকার গড়বে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ব্যাপক ফল করবে। এমনই গেরুয়া শিবিরের দাবি বলে জানা গিয়েছে। কর্ণাটক রাজ্য হাতছাড়া করেছে বিজেপি। এই বছরেই ওই রাজ্যে বিধানসভা নির্বাচন ছিল। কংগ্রেস বিজেপির থেকে ওই রাজ্য ছিনিয়ে নিয়েছে। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপির প্রবীণ নেতা বিএস ইয়েদুরাপ্পা এই জয় উচ্ছ্বসিত। তিনি তিন রাজ্যের বিজেপি নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি আগামী লোকসভা নির্বাচনে উপহার দিতে চান।  সূত্রের খবর, তিনি জানিয়েছেন, কর্ণাটক রাজ্যে মোট ২৮ টি লোকসভা আসন রয়েছে। ওই সবকটি আসনে বিজেপি জয়লাভ করবে। সেই সাংসদরা লোকসভা ভবনে যাবেন। ২৮ টি আসনে জয় হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া উপহার। জানা গিয়েছে, বিধানসভার অধিবেশন শেষ হলেই তিনি বেরিয়ে পড়বেন কর্ণাটক জুড়ে লোকসভা ভোটের জন্য প্রচার করতে। একথা নিজেই তিনি বলেছেন। তিন রাজ্যে বিজেপির অত্যন্ত ভালো ফল হয়েছে। কেবল তিন রাজ্য নয়, তেলেঙ্গানাতেও বিজেপি এবার ভালো ফল করেছে। রাজ্যের আটটি আসনে বিজেপি এগিয়েছিল। ইয়েদুরাপ্পা তেলেঙ্গানার বিজেপি নেতৃত্বকেও শুভেচ্ছা জানিয়েছেন। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্রিশগড় তিন রাজ্যের জয়লাভের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে অভিনন্দন জানিয়েছেন তিনি।