মায়ের নাম কুলবিন্দর সিং, বাবা রাজেন্দর সিং৷ মা-বাবার নামের ইংরেজি বানানের প্রথম অংশ নিয়ে মেয়ের নাম রাখা হয় রাকুল৷ হ্যাঁ, তিনি আজকের জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং ২০০৯ সালে কন্নড় সিনেমা দিয়ে অভিষেক৷ ১৯৯০ সালের ১০ অক্টোবর জন্ম তাঁর৷ চলচ্চিত্রে অভিষেক ২০০৯ সালে৷ এরপর ভারতের বিভিন্ন ভাষার সিনেমা দেখা গেছে তাঁকে৷ বুধবার ছিল তাঁর জন্মদিন৷ এ উপলক্ষে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে জানা-অজানা কিছু তথ্য৷
এরপর তাঁকে তামিল, তেলেগু, হিন্দিসহ ভারতের বিভিন্ন ভাষার সিনেমায় দেখা গেছেসাম্প্রতিক সময়ে ভারতের অন্যতম ব্যস্ত অভিনেত্রী রাকুল৷ এ পর্যন্ত তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে ‘সারাইনডু’, ‘ধ্রুব’, ‘স্পাইডার’, ‘দে দে প্যায়ার দে’, ‘রানওয়ে ৩৪’, ‘ডক্টর জি’ ইত্যাদি৷ সামনে তাঁর বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা মুক্তি পাবে৷ এর মধ্যে আছে ‘ইন্ডিয়ানা ২’, ‘আয়ালান’ ইত্যাদি৷