এফএসএসএআই ছাড়া অন্য কেউ খাবারের গুনমান যাচাই করে সার্টিফিকেট দিতে পারে না। এই মর্মে ব্যক্তিগত বিল আনতে চেয়েছিলেন বিজেপি নেতা এন রবিকুমার। এনিয়ে তিনি কর্ণাটকের রাজ্যপালকে চিঠি দিয়েছিলেন। এবার তিনি চাইছেন দলের তরফে বিলটি পেশ করা হোক বিধানসভায়। সূত্রের খবর, এই বিলেই হালাল মাংস নিষিদ্ধ করার কথা থাকছে। প্রাথমিকভাবে বিজেপির এক বিধায়ক ব্যক্তিগতভাবে বিল পেশের পরিকল্পনা করেছিলেন। কিন্তু বর্তমানে কর্ণাটকে ক্ষমতায় থাকা বিজেপি সরকারিভাবে হালাল মাংস নিষিদ্ধ করার বিল আনতে চাইছে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, বছর ঘুরলেই কর্ণাটকে বিধানসভা নির্বাচন। তার আগে ফের একবার হালাল মাংস বিক্রি বন্ধের জিগির তুলতে চাইছে বিজেপি। এর আগে উগাদি উৎসবের সময় হালাল মাংস বিক্রি বন্ধের দাবি তুলেছিল গেরুয়া শিবির। এবার সরকারিভাবে হালাল বন্ধের জন্য বিল আনার চেষ্টা করছে বিজেপি।