যদিও রাশিয়াকে সেই অর্থে খুব একটা শান্ত দেশ বলা যায়না। রাজনৈতিক গুপ্তহত্যার নিরিখে রাশিয়ার নাম থাকে তালিকার শীর্ষে। ব্যক্তিগত কারণে খুন হওয়ার ঘটনাও কম নয়। সেসব বড় বড় অপরাধের ঘটনার তদন্ত করে থাকে রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি। তারাই বৃহস্পতিবার ক্রিমস্ক শহরের বন্দুকবাজের হামলা নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
ক্রাইমিয়া উপদ্বীপের একটি ছোট্ট এলাকা ক্রিমস্ক। দক্ষিণ মস্কো থেকে প্রায় ১২০০ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ফুটেজ অনুযায়ী, বৃহস্পতিবার ক্রিমস্ক শহরের রাস্তা দিয়ে গুলি ছুঁড়তে ছুঁড়তে যাচ্ছে বছর ছেষট্টির এক ব্যক্তি। প্রথমে দু’জনের উপর গুলি চালায়। ওই দু’জনই তার পরিচিত বলে অনুমান। এরপর রাস্তার শেষ প্রান্তে গিয়ে এক ব্যক্তিকে ফেলে দিয়ে তার উপর গুলিবর্ষণ করে। ওই তিনজনই ঘটনাস্থলে মারা যান। আহত অবস্থায় একজনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এরপর নিজের বন্দুকের গুলিতে নিজেকেই শেষ করে দেয় আততায়ী।