রাশিয়ার স্কুলে বন্দুকবাজের হামলায় নিহত ৫ শিশু-সহ ৯

মস্কো, ২৭ সেপ্টেম্বর– স্কুলের ছোট নিরীহ শিশুদের বাদ দিল না হামলাকারীরা। রাশিয়ার স্কুলে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে ন’জনের। তার মধ্যে ৫ জন শিশু। সোমবার মধ্য রাশিয়ার ইজেভস্কের একটি স্কুলে গুলি চালান এক বন্দুকবাজ। জখম হয়েছেন আরও ২০ জন।

সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা গিয়েছে, হামলার পর আত্মঘাতী হন ওই বন্দুকবাজ। বন্দুক নিয়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি আচমকা স্কুলে ঢুকে গুলি চালাতে শুরু করেন। নিহতদের মধ্যে স্কুলের এক রক্ষীও রয়েছেন

কী কারণে এই হামলা স্পষ্ট হয়নি। এই ঘটনার সঙ্গে সঙ্গে স্কুলটি খালি করে দেওয়া হয়। বন্দুকবাজের পরিচয় এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।


গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের মাটিতে আগ্রাসন চালাচ্ছে রুশ সেনা। এখনও জারি রয়েছে যুদ্ধ। সম্প্রতি ইউক্রেনে নতুন করে সেনা পাঠানোর কথা ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিন লক্ষ অতিরিক্ত বাহিনীর আংশিক সমাবেশের কথা ঘোষণা করার পরই রাশিয়ার বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়েছে।