• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ভারত থেকে মানব পাচারের অভিযোগ, ২ ব্যক্তিকে গ্রেপ্তার করল গুজরাট পুলিশ

গান্ধিনগর,২৭ ফেব্রয়ারি — ভারত থেকে মানব পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশ। মাস দুয়েক আগে অবৈধভাবে সীমানা পেরিয়ে আমেরিকায় ঢোকার চেষ্টা করতে গিয়ে মৃত্যু হয় এক ভারতীয়র। সেই অভিযোগের তদন্ত করতে নেমে মানব পাচারকারী সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় সর্বমোট সাত জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ২০২২ সালের ২১ ডিসেম্বর

গান্ধিনগর,২৭ ফেব্রয়ারি — ভারত থেকে মানব পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশ। মাস দুয়েক আগে অবৈধভাবে সীমানা পেরিয়ে আমেরিকায় ঢোকার চেষ্টা করতে গিয়ে মৃত্যু হয় এক ভারতীয়র। সেই অভিযোগের তদন্ত করতে নেমে মানব পাচারকারী সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় সর্বমোট সাত জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

২০২২ সালের ২১ ডিসেম্বর মেক্সিকোর সীমানা পেরিয়ে আমেরিকায় ঢোকার চেষ্টা করেন ব্রিজকুমার যাদব নামে এক ভারতীয়। তিনি উত্তরপ্রদেশের নাগরিক হলেও কর্মসূত্রে গুজরাটের কালোলে থাকতেন। আমেরিকায় গেলে আরও ভাল কাজের সুযোগ পাওয়া যাবে, তাঁকে প্রলোভন দেখায় এলাকার কয়েকজন। ব্রিজকুমার সিদ্ধান্ত নেন, পরিবারকে নিয়ে আমেরিকায় চলে যাবেন। সেইমতো ১১ নভেম্বর স্ত্রী পূজা ও পুত্র তন্ময়কে নিয়ে রওনা হন ব্রিজকুমার। মুম্বই বিমানবন্দর থেকে তাঁরা ইস্তানবুলের বিমান ধরেন। সেখান থেকে মেক্সিকো  গেলেন কিভাবে তা জানা যায়নি। এরপর ২১ ডিসেম্বর সীমান্তের উঁচু প্রাচীর টপকে আমেরিকায় অনুপ্রবেশের চেষ্টা করেন তিনজন।  ট্রাম্প ওয়াল নামে পরিচিত ওই দেওয়াল টপকাতে গিয়ে অনেকটা উঁচু থেকে মাটিতে সজোরে পড়ে যান ব্রিজকুমার। সঙ্গে সঙ্গে তাঁর মৃত্যু হয়। বিপজ্জনক অবস্থায় পড়ে যান পূজা ও তন্ময়ও। সীমান্তের অপর দিকে মেক্সিকোয় পড়ে তন্ময়, আমেরিকার মধ্যে পড়েন পূজা, যদিও প্রাণে বেঁচে যান তাঁরা। মার্কিন প্রশাসনের তরফে ব্রিজকুমারের মৃত্যুর খবর জানানো হয়। তারপর থেকেই মানব পাচারের অভিযোগ দায়ের করা হয় সাতজনের বিরুদ্ধে। তার মধ্যেই ২ জনকে শনিবার গ্রেপ্তার করা হয়েছে।