মুরগির জাত নিয়ে তোলপাড় গুজরাট হাই কোর্ট

 

ভাদোদরা, ৩০ মার্চ– ভাবুন মুরগি নিয়ে কালঘাম ছুটেছে বিচারকের। হবেই না কেন? মুরগি পশু কিনা সেই প্ৰশ্ন নিয়ে এবার এক জনস্বার্থ মামলা গুজরাট হাই কোর্টে।

কসাইখানায় নয়, রাস্তার উপরে অবস্থিত মুরগির দোকানেই পাখিগুলিকে মারা নিয়ে আপত্তি করে মামলা দায়ের করা হয়েছিল। পোলট্রি ব্যবসায়ী ও মুরগির দোকানের মালিকদের আশা, হাই কোর্ট তাঁদের আরজি শুনে দোকান খোলার অনুমতি দেবে।


অহিংসা মহাসংঘ ও পশুকল্যাণ ফাউন্ডেশনের করা মামলায় এর আগে গুজরাট হাই কোর্ট মুরগির দোকানে মুরগি নিধনে নিষেধাজ্ঞা জারি করেছিল। আদালত জানিয়েছিল, পরিচ্ছন্নতার দিকে নজর দিক মুরগির দোকানগুলি। আর তাই নিয়ম ভাঙার অভিযোগে মুরগির দোকানগুলি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপরই গুজরাটের বহু পুরসভাই মুরগির দোকানগুলি বন্ধ করে দিয়েছিল। এর মধ্যে সবচেয়ে আগে সুরাট পুরসভা। বহু দোকানই বন্ধ করে দেওয়া হয়েছে কসাইখানায় না কেটে দোকানে মুরগি নিধন করার।