স্বাস্থ্য বিমায় কমতে পারে জিএসটি, চড়া হারে বসবে অনলাইন গেমে

দিল্লি, ১২ ডিসেম্বর– সুখবর। স্বাস্থ্য বিমায় জিএসটি অনেকটা কমতে পারে। বর্তমানে প্রিমিয়ামের ১৮ শতাংশ জিএসটি গুনতে হলেও সেটা কমিয়ে ১২ শতাংশ করার প্রস্তাব দিয়েছে জিএসটি কাউন্সিলের একটি কমিটি।

আগামী ১৭ ডিসেম্বর কাউন্সিলের বৈঠক ডেকেছেন কেন্দ্রের অর্থমন্ত্রী তথা কাউন্সিলের চেয়ারম্যান নির্মলা সীতারমন। বৈঠক হবে ভার্চুয়াল মাধ্যমে। বৈঠকে অনলাইন গেমের উপর চড়া হারে জিএসটি চাপানোর বিষয়ে কথা ও সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এই বিষয়েও রাজ্যগুলির অর্থমন্ত্রীদের একটি কমিটি সুপারিশ করেছে। অনলাইন গেমে ১৮ শতাংশ হারে জিএসটি বসানোর প্রস্তাব দিয়েছে কমিটি।

তবে আসন্ন জিএসটি কাউন্সিলের বৈঠকে স্বাস্থ্য বিমায় জিএসটি কমানোর বিষয়টি মূখ্য। কারণ, এই ব্যবসায় বিগত কয়েক বছর যাবত ভাটা চলছে। অথচ সরকার মানুষকে স্বাস্থ্য বিমার আওতায় আনার পরিকল্পনা করেছে। কিন্তু সেই লক্ষ্য পূরণ হচ্ছে না। বিশেষ করে বয়স্ক মানুষ স্বাস্থ্য বিমা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন জিএসটির চড়া হারের জন্য।