বিয়ের দিন কনেসহ ৪ জনকে মেরে আত্মঘাতী বর

Gun point. (File Photo: IANS)

ব্যাংকক, ২৭ নভেম্বর– নিজের বিয়ের পার্টিতে পিস্তল দিয়ে কনেসহ চারজনকে গুলি করে হত্যা করার পর নিজেও আত্মহত্যা করল বর৷ উত্তর-পূর্ব থাই প্রদেশের নাখোন রাতচাসিমার ওয়াং নাম খিয়েও জেলার একটি গ্রামের৷
ব্যাংকক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী ২৯ বছর বয়সী চতুরং সুকসুক একজন প্রাক্তন সৈনিক ও প্যারাঅলিম্পিক অ্যাথলেট৷ বিয়ের আগে তিন বছর ধরে কাঞ্চনা পাচুনথয়েক (৪৪) এর সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন৷ শনিবার সকালে তাদের বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এদিন সুকসুক উদযাপনের মধ্যে হঠাৎ বিয়ের পার্টি ছেডে় গিয়ে বন্দুক নিয়ে আসেন৷
উত্তর-পূর্ব নাখোন রাতচাসিমা প্রদেশের পুলিশ কর্মকর্তা মাতিচন ওংবাওকুল বলেন, ‘তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে তর্ক বেধেছিল৷ পরে চাতুরং তার গাডি়র কাছে যায় ও একটি বন্দুক নিয়ে এসে গুলি করতে থাকে৷’
গুলিতে কনে কাঞ্চনা, তার মা ও ৩৮ বছর বয়সী বোন নিহত হয়৷ তিনি দুই অতিথিকেও গুলি করেন পরে তাদের দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এদের মধ্যে একজন মারা যায় ও আরেকজন গুরুতর আহত হয়৷ এরপর বর নিজেই গুলি করে ঘটনাস্থলে আত্মহত্যা করেন৷ ঘটনাস্থল থেকে ৯ এমএম গোলাবারুদের ১১টি কার্তুজ উদ্ধার করা হয়েছে৷
পুলিশ মুখপাত্রের সূত্রে বিবিসি জানিয়েছে, বর সে সময় বেশ নেশাগ্রস্ত ছিলেন, তবে তার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়৷ পুলিশ এখন মামলাটি তদন্ত করে আলামত সংগ্রহ করছে৷
স্ট্রেইটস টাইমস জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা বলেছিলেন বরের সন্দেহপ্রবণ মানসিকতার কারণে তার মনে হয়েছিল শারীরিক প্রতিবন্ধকতার কারণে হয়তো তার স্ত্রী তাকে ছেড়ে অন্য পুরুষের কাছে চলে যেতে পারে৷
সুকসুক একজন সাঁতারু ছিলেন৷ তিনি ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ায় ২০২২ আসিয়ান প্যারা গেমসে দুটি রৌপ্য পদক জিতেছেন৷ স্থানীয় মিডিয়া জানিয়েছে, তিনি একজন থাই সেনা রেঞ্জার ছিলেন৷ সীমান্তে টহল দেওয়ার সময় ডান পা হারান তিনি৷