ইউক্রেন-মস্কো শস্যচুক্তির মেয়াদ শেষ
মস্কো, ২৪ জুলাই–ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শস্যচুক্তির মেয়াদ ছিল ২০২২ সালের ২২ জুলাই থেকে ২০২৩ সালের ১৭ জুলাই পর্যন্ত । চুক্তির মাধ্যমে ইউক্রেন কৃষ্ণ সাগর ব্যবহার করে সারা বিশ্বে নিজেদের শস্য রপ্তানি করতো। কিন্তু বর্তমানে সেই চুক্তি শেষ। নবায়ন হয়নি। উল্লেখ্যঃ, তিন কোটি ৩০ লাখ টন শস্য রপ্তানি করত ইউক্রেন।রাশিয়ার বিরুদ্ধে নৌ প্রতিরোধ আর দীর্ঘ তল্লাশি