কলকাতা , ১০ এপ্রিল – আগাম কোন নোটিস ছাড়াই কলকাতা বিশ্ববিদ্যালয়ে হাজির হলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। সকাল ১১টা নাগাদ আচমকাই কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ প্রাঙ্গণে প্রবেশ করে রাজ্যপালের কনভয়। উপাচার্য বা রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ে পৌঁছনোর আগেই বিশ্ববিদ্যালয়ে পৌঁছন তিনি।রাজ্যপালের ক্যাম্পাসে আসার খবর পেয়ে তড়িঘড়ি রওনা দেন উপাচার্য ও রেজিস্ট্রার। এই সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট ও সিন্ডিকেট রুম ঘুরে দেখেন রাজ্যপাল। রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ে ঢোকার প্রায় ৩০ মিনিট বাদে ক্যাম্পাসে পৌঁছন উপাচার্য ও রেজিস্ট্রার। রাজ্যপাল উপাচার্য এবং রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক করেন। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়, প্রাথমিক ভাবে তা জানা যায়নি। সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের কর্মসংস্কৃতি দেখাই রাজ্যপালের উদ্দেশ্য ছিল।
বিশ্ববিদ্যালয়ের তরফে দাবি , রাজ্যপাল আসার ব্যাপারে কোনও আগাম খবর ছিল না। উচ্চশিক্ষা দফতরের আধিকারিকরা অবশ্য জানান , বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাজ্যপাল যে কোনও সময় যে কোনও বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যেতে পারেন।