হুগলি,৪ এপ্রিল — রিষড়ার ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল উত্তরবঙ্গের সফর থেকে কলকাতায় ফিরে, সরাসরি বিমানবন্দর থেকেই এদিন সকালে পৌঁছন রিষড়ায়। সেখানে অশান্তি রুখতে কড়া বার্তা দেন তিনি। তার পরেই রিষড়া স্টেশন ঘুরে দেখে সোজা চলে যান এসএসকেএম হাসপাতালে। সেখানেই রিষড়ার ঘটনায় এক ব্যক্তি আহত হয়ে ভর্তি রয়েছেন। তাঁকেই দেখতে যান রাজ্যপাল।
হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, ‘এখানে একজন ভর্তি আছেন, তাঁর সঙ্গে দেখা করলাম। তাঁর শরীরে আঘাত আছে। তাঁর চিকিৎসা চলছে দোষীরা অবশ্যই সাজা পাবে।’ তারপরই তিনি আহতকে ২৫ হাজার টাকা আর্থিক সাহায্যের কথা জানান।
এদিন রিষড়ায় রাজ্যপাল স্পষ্ট জানিয়ে দেন, বাংলায় অপরাধ অনেক দিন ধরে চলছে। আর বরদাস্ত নয়। দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।