কলকাতা, ৬ এপ্রিল – হনুমান জয়ন্তীর দিন কলকাতার বিভিন্ন রাস্তায় ঘুরে দেখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার রাজভবন থেকে বেরিয়ে রাজ্যপালের কনভয় প্রথমে যায় লেকটাউনের হনুমান মন্দিরে। সেখানে পুজো দেওয়ার পর শহরের আরেক প্রান্তে একবালপুর, পোস্তা এলাকায় চলে যান তিনি । পুলিশ আধিকারিক, কেন্দ্রীয় বাহিনী এবং সাধারণ মানুষের সঙ্গে বাক্যালাপ করেন রাজ্যপাল । পোস্তায় একটি শরবতের দোকানে দাঁড়িয়ে চুমুক দেন ছাতুর শরবতে।