• facebook
  • twitter
Friday, 22 November, 2024

হিন্দু দেবদেবীর অপমান করায়  ইস্তফা আপ সরকারের মন্ত্রীর  

দিল্লি,১০ অক্টোবর — ফের একবার দেব দেবীর নাম নিয়ে তাদের অসম্মানের ঘটনা সামনে এল।দিল্লির বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের জমায়েতে হিন্দুদের  দেব দেবীর নাম উল্লেখ করে তাদের অসম্মান করায় মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিলেন  দিল্লি সরকারের সমাজকল্যাণ মন্ত্রী রাজেন্দ্র পাল  গৌতম। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁকে নিয়ে বিতর্কে আগাগোড়া মুখ বন্ধ রাখায় অপমানিত বোধ করাতেই এই সিদ্ধান্ত। দিন

দিল্লি,১০ অক্টোবর — ফের একবার দেব দেবীর নাম নিয়ে তাদের অসম্মানের ঘটনা সামনে এল।দিল্লির বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের জমায়েতে হিন্দুদের  দেব দেবীর নাম উল্লেখ করে তাদের অসম্মান করায় মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিলেন  দিল্লি সরকারের সমাজকল্যাণ মন্ত্রী রাজেন্দ্র পাল  গৌতম। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁকে নিয়ে বিতর্কে আগাগোড়া মুখ বন্ধ রাখায় অপমানিত বোধ করাতেই এই সিদ্ধান্ত।

দিন তিনেক আগে দিল্লিতে দশ হাজার বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের জমায়েতে শামিল হয়েছিলেন গৌতম। তিনি নিজেও ওই ধর্মের মানুষ।সেই সমাবেশে অনুষ্ঠানে শপথ গ্রহণ করানো হয়, তাঁরা কখনও হিন্দু দেবদেবীর আরাধনা করবেন না। বলবেন না, জয় শ্রীরাম, জয় শ্রী কৃষ্ণ। মঞ্চে দাঁড়িয়ে মন্ত্রী গৌতমও এই শপথ নেন।

অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই আসরে নামে বিজেপি।এবং আপ সরকার কে বিজেপির রোষের মুখে পড়তে হয়।