দিল্লি, ৪ নভেম্বর– ঘুষ নিয়ে প্রশ্ন করার অভিযোগে জর্জরিত তৃণমূল সাংসদ মহুয়া মিত্র। ইতিমধ্যেই যার জেরে তাঁকে হাজির হতে হয়েছে সংসদের এথিক্স কমিটির কাছে। কিন্তু ঘটনার এখানেই শেষ হয়নি। এবার এই ঘটনার জেরে এগিয়ে এসেছে আরেক সাংসদের নাম। তিনি ওড়িশার পুরীর সাংসদ পিনাকী মিশ্র। তবে শুধু পিনাকী মিশ্র নন সবমিলিয়ে মহুয়া কাণ্ডে এখন অনেকেরই নাম উঠে আসতে শুরু করেছে। এ ব্যাপারে লোকসভার এথিক্স কমিটি কী পদক্ষেপ করে তা নিয়েই কৌতূহল এখন সবচেয়ে বেশি।
আলোচনার প্রথম কারণ পিনাকী ও মহুয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এ বিষয়ে বেশ জলঘোলা চলছে দিল্লি মহলে। তবে শুধু কানা ঘুষ নয় মহুয়ার শিল্পপতি বন্ধু দর্শন হীরানন্দানি তাঁর হলফনামাতেও লিখেছেন, পিনাকীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে মহুয়ার। হীরানন্দানি হলফনামায় বোঝাতে চেয়েছেন, যেহেতু পিনাকীর সঙ্গে মহুয়ার ভাল সম্পর্ক রয়েছে, তাই কৃষ্ণনগরের সাংসদের বন্ধু হওয়ার সুবাদে ওড়িশায় তাঁর কোনও সুবিধা হতে পারে।
তবে বছর ৬৪-র পিনাকী শুধু বিজু জনতা দলের লোকসভার নেতাই নন, তিনি সুপ্রিম কোর্টের বেশ পরিচিত আইনজীবীও। তাঁর স্ত্রী সঙ্গীতা মিশ্রও সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি আবার একশোর ঘরের কোটিপতিও। ২০১৯ সালে লোকসভা ভোটে প্রার্থী হওয়ার সময়ে হলফনামায় পিনাকী জানিয়েছিলেন, তাঁর সম্পদের পরিমাণ ১১৭ কোটি টাকা। ওড়িশার ধনীতম বিজেডি প্রার্থী ছিলেন তিনি।
পিনাকী মিশ্র ওড়িয়া ব্রাহ্মণ। তাঁর দাদু গোদাবারিশ মিশ্র ছিলেন কবি ও সমাজবাদী নেতা। বাবা লোকনাথ মিশ্র ছিলেন দুটি মেয়াদের বিধায়ক। প্রথম জীবনে কংগ্রেসে থাকলেও পরে স্বতন্ত্র পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি। শেষ জীবনে অসমের রাজ্যপাল হয়েছিল লোকনাথ মিশ্র।৯৬ সালে প্রথম বার পুরী লোকসভা কেন্দ্র থেকে ভোটে জিতেছিলেন পিনাকী।
ঘটনা হল, এই পিনাকীর সঙ্গে দিল্লিতে বিজেপির অনেক নেতারই ভাল সম্পর্ক ছিল ও রয়েছে বলে খবর। প্রয়াত বিজেপি নেতা অরুণ জেটলির বন্ধু ছিলেন পিনাকী।
দর্শন হীরানন্দানির হলফনামা চাউর হতেই ওড়িশার বিজেপি নেতারা পিনাকী মিশ্রর বিরুদ্ধে প্রশ্ন তুলতে শুরু করেছেন। এমনকি ওড়িশার বিজেপি নেতা মনোজ মহাপাত্র পিনাকী মিশ্রকে মহুয়ার ‘কারেন্ট অ্যাকাউন্ট’ বলেও খোঁচা দিয়েছেন। লোকসভার এথিক্স কমিটির সদস্য তথা ভুবনেশ্বরের বিজেপি সাংসদ অপরাজিতা সারেঙ্গিও এ ব্যাপারে সরব। তার পাল্টা জবাবে পিনাকী বলেছেন, ওড়িশায় রাজনৈতিক ভাবে পেরে না উঠে বিজেপি সস্তার রাজনীতি শুরু করেছে। এ ব্যাপারে আদালতে মামলা করার হুমকিও দিয়েছেন তিনি।