• facebook
  • twitter
Friday, 22 November, 2024

কয়েক হাজার কর্মী ছাঁটাইয়ের পথে গুগ্‌ল

ক্যালিফোর্নিয়া, ২২ নভেম্বর — কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে গুগ্‌লের মূল সংস্থা আলফাবেট। সংস্থার যে সব কর্মীর কাজের মান খারাপ, তাঁদের ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে সংস্থা। সংবাদ সংস্থা সূত্রে খবর, সংস্থার প্রায় ছয় শতাংশ কর্মী অর্থাৎ ১০ হাজার কর্মীকে সরাতেই ছাঁটাইয়ের রাস্তায় হাঁটছে ওই সংস্থা। কোন কর্মী কেমন কাজ করছেন, যথাযথ ভাবে তার মূল্যায়ন করা হবে। সেই

ক্যালিফোর্নিয়া, ২২ নভেম্বর — কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে গুগ্‌লের মূল সংস্থা আলফাবেট। সংস্থার যে সব কর্মীর কাজের মান খারাপ, তাঁদের ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে সংস্থা।

সংবাদ সংস্থা সূত্রে খবর, সংস্থার প্রায় ছয় শতাংশ কর্মী অর্থাৎ ১০ হাজার কর্মীকে সরাতেই ছাঁটাইয়ের রাস্তায় হাঁটছে ওই সংস্থা। কোন কর্মী কেমন কাজ করছেন, যথাযথ ভাবে তার মূল্যায়ন করা হবে। সেই মূল্যায়নের ভিত্তিতেই কাজের মান খারাপ, এমন কর্মীদের চিহ্নিত করে ২০২৩ সালের শুরুতে ছাঁটাই করা হবে।

যদিও ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি গুগ্‌লের ওই সংস্থা। তবে কয়েক মাস আগে সংস্থার সিইও সুন্দর পিচাই এ ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন। 

অন্য প্রাযুক্তিক সংস্থার মতো অতিমারি পর্বের পর অনেক কর্মী নিয়োগ করেছিল গুগ্‌ল। সূত্রের দাবি, বর্তমানে আর্থিক সমস্যায় ভুগছে সংস্থা। সে কারণেই ‘বাধ্য হয়ে’ ছাঁটাইয়ের সিদ্ধান্ত।