• facebook
  • twitter
Friday, 22 November, 2024

 জলপাইগুড়ি হাসপাতালে গোখরো সাপের  আতঙ্ক

জলপাইগুড়ি ,১১ অক্টোবর —ঝোপঝাড়ে গরমকালে ও বর্ষাকালে সাপের আনাগোনা স্বাভাবিক কিন্তু তাই বলে হাসপাতালে সাপেদের আনাগোনা দেখলে আতঙ্কতো হবে।জলপাইগুড়ির হাসপাতালে ডাক্তারবাবুর পায়ের কাছে ঘাপটি মেরে বসেছিল একটি গোখরো সাপ । এই হাসপাতালের পতঙ্গ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল সরকার প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে নির্দিষ্ট সময়ে তাঁর ঘরের তালা খুলে ভিতরে ঢোকেন।তিনি বুঝতেই পারেননি যে তার পায়ের সামনে এত

জলপাইগুড়ি ,১১ অক্টোবর —ঝোপঝাড়ে গরমকালে ও বর্ষাকালে সাপের আনাগোনা স্বাভাবিক কিন্তু তাই বলে হাসপাতালে সাপেদের আনাগোনা দেখলে আতঙ্কতো হবে।জলপাইগুড়ির হাসপাতালে ডাক্তারবাবুর পায়ের কাছে ঘাপটি মেরে বসেছিল একটি গোখরো সাপ । এই হাসপাতালের পতঙ্গ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল সরকার প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে নির্দিষ্ট সময়ে তাঁর ঘরের তালা খুলে ভিতরে ঢোকেন।তিনি বুঝতেই পারেননি যে তার পায়ের সামনে এত বড় সাপ বসে আছে। ঘরের আলো  জ্বালাতেই চক্ষু চড়কগাছ ,হৈচৈ পরে গেল জলপাইগুড়ি সদর হাসপাতালের আউটডোরে। তিনি সঙ্গে সঙ্গে দূরে সরে যান। 

 বন দফতরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।” বনকর্মী সৌভিক মণ্ডল জানান, এটি একটি স্পেকটিক্যাল কোবরা। লম্বায় প্রায় আড়াই ফুট। তিনি এসে সাপটিকে উদ্ধার করে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেন।