মুম্বই, ২৯ নভেম্বর– ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন মুম্বইয়ের চেম্বুর৷ ঘডি়র কাটায় সকাল আটটা, বাডি়তে চলছে রান্নার জোর তোড়জোড়৷ পাশাপাশি বাড়ি থেকে কাজে যাওয়ার জন্য তাড়া সবারই, হঠাৎই বিকট শব্দ৷ রান্নার সময় গ্যাস সিলেন্ডার ফেটে ভয়ানক ঘটনা৷ চেম্বুরের এই ঘটনায় বিস্ফোরণের তীব্র আওয়াজ পেয়ে প্রায় গোটা এলাকার মানুষজনই ঘর ছেড়ে বেরিয়ে পড়েন৷ বিস্ফোরণে কেঁপে উঠল একের পর এক বাডি়৷ মূহুর্তের মধ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভেঙে পড়ল পরপর পাঁচটি বাডি়৷ সিলিন্ডার বিস্ফোরণ ও বাড়ি ভেঙে গুরুতর আহত হয়েছেন ৪ জন৷ উদ্ধার করা হয়েছে ১১ জনকে৷
বুধবার সকালে ভয়াবহ বিস্ফোরণ হয় মুম্বইয়ের গল্ফ ক্লাব এলাকার ওল্ড ব্যারাকে৷ সকাল আটটা নাগাদ বিস্ফোরণ হয়৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রান্নার গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়৷ বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে পরপর চার-পাঁচটি একতলা বাডি় ভেঙে পডে়৷ ধ্বংসস্তূপের নীচে আটকে পডে়ন বাসিন্দারা৷
বিস্ফোরণের খবর পাওয়ার পরই তডি়ঘডি় ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন৷ শুরু হয় উদ্ধারকাজ৷ দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে, এখনও অবধি ধ্বংসস্তূপের ভিতর থেকে ১১ জনকে উদ্ধার করা হয়েছে৷ এর মধ্যে একই পরিবারের চারজন আহত হয়েছেন৷ তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ উদ্ধারকাজ এখনও জারি রয়েছে৷
বিস্ফোরণের পর ঘটনাস্থলের যে ফুটেজ প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, পরপর বাডি়গুলি ভেঙে পডে়ছে৷ ছাদে ওঠার সিডি় ও কার্ণিশের ভাঙা অংশ ঝুলছে৷ প্রসঙ্গত, এই ঘটনার মাত্র দুই সপ্তাহ আগেই মুম্বইয়ের বান্দ্রাতেও এমনই ভয়াবহ গ্যাস সিলিন্ডার হয়৷ সেই ঘটনায় গুরুতর আহত হন আটজন৷ তাদের শরীরের ৩৫ থেকে ৪০ শতাংশই পুডে় গিয়েছিল৷ ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিস্ফোরণ৷