• facebook
  • twitter
Friday, 22 November, 2024

যোগী-রাজ্যে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে প্রবীণদের।

উত্তরপ্রদেশ:- যোগী-রাজ্যে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে প্রবীণদের। এমনই পরিকল্পনা নিল উত্তরপ্রদেশের বিজেপি সরকার। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ২০২৪ সালে লোকসভা ভোটের আগে আরও এক প্রকল্প দিয়ে বিনামূল্যে প্রবীণদের চিকিৎসার সুযোগ করে দিচ্ছেন। ১১.৭৪ লক্ষ পরিবারকে এই আওতাভুক্ত করবে যোগী সরকার। যোগী সরকার এখন উত্তরপ্রদেশের সমস্ত বয়স্ক মানুষের স্বাস্থ্যের জন্য যত্ন নেওয়ার পরিকল্পনা

উত্তরপ্রদেশ:- যোগী-রাজ্যে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে প্রবীণদের। এমনই পরিকল্পনা নিল উত্তরপ্রদেশের বিজেপি সরকার। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ২০২৪ সালে লোকসভা ভোটের আগে আরও এক প্রকল্প দিয়ে বিনামূল্যে প্রবীণদের চিকিৎসার সুযোগ করে দিচ্ছেন। ১১.৭৪ লক্ষ পরিবারকে এই আওতাভুক্ত করবে যোগী সরকার। যোগী সরকার এখন উত্তরপ্রদেশের সমস্ত বয়স্ক মানুষের স্বাস্থ্যের জন্য যত্ন নেওয়ার পরিকল্পনা করেছে। ১১ লক্ষ ৭৪ হাজার এমন পরিবার বাছা হয়েছে যাদের সমস্ত সদস্যদের বয়স ৬০ বছরের বেশি। আয়ুস্মান যোজনার আওতায় প্রত্যেক সদস্য প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন। স্বাস্থ্য দফতরের এই প্রস্তাব রাজ্য সরকার অনুমোদন করেছে। রাজ্যে কেন্দ্রীয় সহায়তায় আয়ুস্মান যোজনার সুবিধাভোহীর সংখ্যা প্রায় ১ কোটি ১৮ লক্ষ। কেন্দ্রীয় সরকার ১২ কোটি সুবিধাভোদীকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে বেড়েছে উত্তরপ্রদেশের জন্য কোটাও। জানা গেছে, বর্তমানে উত্তরপ্রদশে ১৩ লক্ষ ৬৪ হাজার ৫৯৪ পরিবারকে এই পরিষেবার আওতায় আনা হচ্ছে। বর্ধিত কোটার পরিপ্রেক্ষিতে রাজ্যের প্রবীণদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সূত্রের খবর, যোগী সরকার জানায়, অবশিষ্ট কোটায় প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীরাও এই সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ১৩ লক্ষ ৬৪ হাজার ৫৯৪টি পরিবারকে বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য প্রতি বছর ১৪৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যোগী সরকার দেবে ৮৭ কোটি টাকা আর কেন্দ্রীয় সরকার দেবে ৫৮ কোটি টাকা। ৬০ শতাংশ ও ৪০ শতাংশ অনুপাতে টাকা বরাদ্দ করে এই প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে।