• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ছাত্রীদের আবায়া নিষিদ্ধ ফ্রান্সের সরকারি স্কুলে 

প্যারিস, ২৮ আগস্ট– এ যেন আফগানিস্তানের উল্টো পথে হাঁটে চলেছে ফ্রান্স। সেখানে নারী-ছাত্রীদের শরীরের কোনো অংশই খোলা রাখা বারণ। অন্যদিকে ফ্রান্সের সরকারি স্কুল মুসলিম ছাত্রীদের আবায়া পরা নিষিদ্ধ করতে চলেছে । রবিবারই সেদেশের শিক্ষামন্ত্রী একথা জানিয়েছেন। উল্লেখ্য, আবায়া হল শরীর ডেকে রাখা ঢিলেঢালা একধরনের পোশাক, যা মুসলিম মেয়েরা পরে। সেপ্টেম্বরেই শুরু হচ্ছে ফ্রান্সের নতুন স্কুল

Students protest outside the Vishwa Bharti Higher Secondary School in Srinagar | Umer Asif

প্যারিস, ২৮ আগস্ট– এ যেন আফগানিস্তানের উল্টো পথে হাঁটে চলেছে ফ্রান্স। সেখানে নারী-ছাত্রীদের শরীরের কোনো অংশই খোলা রাখা বারণ। অন্যদিকে ফ্রান্সের সরকারি স্কুল মুসলিম ছাত্রীদের আবায়া পরা নিষিদ্ধ করতে চলেছে । রবিবারই সেদেশের শিক্ষামন্ত্রী একথা জানিয়েছেন। উল্লেখ্য, আবায়া হল শরীর ডেকে রাখা ঢিলেঢালা একধরনের পোশাক, যা মুসলিম মেয়েরা পরে।

সেপ্টেম্বরেই শুরু হচ্ছে ফ্রান্সের নতুন স্কুল মরশুম। আর তা শুরুর আগেই এমন ঘোষণা করতে চলেছে ফরাসি প্রশাসন। উল্লেখ্য, ২০০৪ সালে মাথার স্কার্ফ বা হিজাব পরা নিষিদ্ধ হয়েছিল ফ্রান্সের স্কুলে। পরে ২০১০ সালে জনসমক্ষে মুখঢাকা পোশাক পরাতেও জারি হয়েছিল নিষেধাজ্ঞা। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছিলেন সেদেশের ৫০ লক্ষ মুসলিমরা। এর মধ্যেই এবার নিষিদ্ধ হল আবায়া।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফ্রান্সের শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আটাল জানিয়েছেন, ‘স্কুলে আর আবায়া পরা যাবে না। কেউ ক্লাসে এলে যেন তাদের পোশাক দেখে ধর্ম না বোঝা যায়। এমনটাই সিদ্ধান্ত নিয়েছি আমি।’ প্রসঙ্গত, বেশ কয়েক মাস ধরে মুসলিম শিক্ষার্থীদের আবায়া পরা নিয়ে বিতর্ক ঘনিয়েছিল। অবশেষে এই পদক্ষেপ করতে চলেছে পশ্চিম ইউরোপের দেশটি।