মেরামতির জন্য বুধবারও বাতিল চারটি ট্রেন 

কলকাতা , ৬ জুন – বালেশ্বরে দুর্ঘটনার জেরে বুধবারও বাতিল করা হল কয়েকটি ট্রেন। দক্ষিণ-পূর্ব রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, বাহানগা স্টেশন লাইনে  মেরামতির কারণে ট্রেনগুলি বাতিল করা হয়েছে। বুধবার যে কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে সেগুলি হল – 

১২৮৬৩ হাওড়া-স্যর এম বিশ্বেশ্বরাইয়া টার্মিনাল (বেঙ্গালুরু) এক্সপ্রেস

১৮০৪৭ শালিমার-ভাস্কো দা গামা এক্সপ্রেস


১২৮৩৯ হাওড়া-এমজিআর চেন্নাই মেল

২২৬৪২ শালিমার-তিরুঅনন্তপুরম এক্সপ্রেস
তবে ২ টি ট্রেন আগে বাতিলের কথা ঘোষণা করা হলেও ট্রেন দুটি নির্ধারিত সময়েই চলবে। 
১২৮৩৭ হাওড়া-পুরী এক্সপ্রেস

১৮৪১০ পুরী- শালিমার এক্সপ্রেস

গত শুক্রবার সন্ধ্যাবেলা বালেশ্বরের বাহানগা স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। রেলের তরফে দুর্ঘটনার জেরে ২৮৮ জনের মৃত্যুর খবর জানানো হয় । দুর্ঘটনার জেরে  দুমড়ে যায় রেললাইন, বিপর্যস্ত রেল ব্যবস্থা। সেই কারণে বন্ধ রাখা হয় ট্রেন চলাচল। উদ্ধারকাজ শেষে শনিবার থেকে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য কাজ শুরু করেন রেলকর্মীরা। সোমবার সকালে ওই পথে চলে বন্দে ভারত এক্সপ্রেস। কিছুটা পরে আপ লাইন দিয়ে যায় ফলকনামা এক্সপ্রেস। রেল সূত্রে জানা গিয়েছে, ওই রেলপথ সারানোর কাজ সম্পূর্ণ হয়েছে সোমবার। তবে ঘটনাস্থলে ট্রেনের গতিবেগ ছিল ঘণ্টায় মাত্র ১০ কিলোমিটার।