ক্যানসার আক্রান্ত ‘দাদা’র খরচ চালাতে এক মাসে ২০টি গাড়ি চুরি অনুগামীদের

দিল্লি, ৩০ জানুয়ারি– গ্যাংয়ের চাঁই ক্যান্সার আক্রান্ত। কিন্তু সেই দাদাকে হারাতে রাজি নয় গ্যাংয়ের বাকিরা। তাই ‘দাদা’র হাসপাতালের খরচ জোগাতে, এক মাসে ২০টি গাড়ি চুরি করলেন ওই গ্যাংয়েরই চার সদস্য। 

পুলিশ সূত্রে খবর, দিল্লির এক বেসরকারি হাসপাতালে ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে ভর্তি গ্যাংয়ের । অভিযুক্ত চার জনকেই গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের নাম লাকি, সফিক, মজিম আলি এবং রাম সঞ্জীবন।

পুলিশি জিজ্ঞাসাবাদের সময় ধৃতরা জানান, তাঁদের গ্যাং লিডার ‘দাদা’ আশিস ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। এবং চিকিৎসা বাবদ প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন। সেই টাকা জোগাড় করতেই তাঁরা গাড়ি চুরির পথ বেছে নিয়েছেন।


এই প্রসঙ্গে এনসিআর (দক্ষিণ-পশ্চিম)-এর ডিসিপি (ক্রাইম) মনোজ সি বলেন, “আমরা চুরি যাওয়া গাড়ির ৫০ টিরও বেশি ভাঙা অংশ একটি গোডাউন থেকে উদ্ধার করেছি। চোরদের গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ওদের গ্যাং লিডার আশিস ওরফে আশু হাসপাতালে লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া (ব্লাড ক্যানসার) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।