পাকিস্তানের প্রধান আবহাওয়াবিদ মুহাম্মদ আসলাম বলেছেন, গত ৩৫ বছরে নদীর পানির স্তর এতোটা বাড়েনি। পাকিস্তানের বিপর্যয় মোকাবিলা সংস্থার তরফে বলা হয়েছে, আগামী দিনে বন্যার জল আরও বাড়তে পারে।
চারদিক ডুবে গেছে বন্যার জলে । কয়েকশ গ্রাম ও কয়েক হাজার হেক্টর জমি জলের তলায় চলে গেছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, ভারতের পাঞ্জাবে বাঁধ থেকে শতদ্রু নদীতে জল ছাড়া হয়েছে। তার ফলে এই বন্যা হয়েছে। শতদ্রু ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে দিয়েই বইছে। ২০২২ সালে পাকিস্তানে ভয়ংকর বন্যা হয়েছিল। তিন কোটি ৩০ লাখ মানুষ তাতে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তিন হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছিল।