• facebook
  • twitter
Tuesday, 15 April, 2025

বাস চালকের ঝিমুনিতে প্রাণ গেল ৬ জনের, আহত বহু

লাখনউ, ১৪ ডিসেম্বর– বাস চালকের ঝিমুনিতে মর্মান্তিক দুর্ঘটনা উত্তরপ্রদেশের ফিরোজাবাদে । যাত্রীবোঝাই বাসকে ধাক্কা মারে পেছন দিয়ে আসা একটি ট্রাক। সংঘর্ষে মৃত্যু হল ৬ জনের। আহত হয়েছেন অন্তত ২০ জন। দুর্ঘটনাটি ঘটেছে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে। এদিন লুধিয়ানা থেকে রায়বরেলির দিকে যাচ্ছিল যাত্রীবোঝাই একটি বেসরকারি বাস। বাসটিতে অন্তত ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। সূত্রের খবর,

লাখনউ, ১৪ ডিসেম্বর– বাস চালকের ঝিমুনিতে মর্মান্তিক দুর্ঘটনা উত্তরপ্রদেশের ফিরোজাবাদে । যাত্রীবোঝাই বাসকে ধাক্কা মারে পেছন দিয়ে আসা একটি ট্রাক। সংঘর্ষে মৃত্যু হল ৬ জনের। আহত হয়েছেন অন্তত ২০ জন।

দুর্ঘটনাটি ঘটেছে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে। এদিন লুধিয়ানা থেকে রায়বরেলির দিকে যাচ্ছিল যাত্রীবোঝাই একটি বেসরকারি বাস। বাসটিতে অন্তত ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

সূত্রের খবর, বাস চালানোর সময় ঝিমুনি এসে গিয়েছিল চালকের। স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ কমে যেতেই পিছন থেকে বাসটিকে সজোরে ধাক্কা মারে একটি পণ্যবোঝাই ট্রাক। সঙ্গে সঙ্গে উল্টে যায় বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। আহত হয়েছেন ২১ জন।