• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মহারাষ্ট্রে চলন্ত ট্রেনে আগুন, নিরাপদে যাত্রীরা 

ঠানে, ১৬ অক্টোবর –  মহারাষ্ট্রের আহমেদনগর সেকশনে একটি ট্রেনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য  ছড়াল সোমবার  । রেল সূত্রে খবর, সোমবার দুপুর ৩টে নাগাদ এই ঘটনাটি ঘটে নারায়ণদহ এবং আহমেদনগর শাখার মাঝামাঝি জায়গায়। লোকাল ট্রেনের পাঁচটি কামরা আগুনে সম্পূর্ণভাবে পুড়ে যায়। তবে হতাহতের কোনও খবর মেলেনি। জানা গিয়েছে, ০১৪০২ অষ্টি-আহমেদনগর ডেমু ট্রেনটি স্টেশনে পৌঁছনোর কিছুক্ষণ আগে দুর্ঘটনার কবলে পড়ে। পাঁচটি

ঠানে, ১৬ অক্টোবর –  মহারাষ্ট্রের আহমেদনগর সেকশনে একটি ট্রেনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য  ছড়াল সোমবার  । রেল সূত্রে খবর, সোমবার দুপুর ৩টে নাগাদ এই ঘটনাটি ঘটে নারায়ণদহ এবং আহমেদনগর শাখার মাঝামাঝি জায়গায়। লোকাল ট্রেনের পাঁচটি কামরা আগুনে সম্পূর্ণভাবে পুড়ে যায়। তবে হতাহতের কোনও খবর মেলেনি। জানা গিয়েছে, ০১৪০২ অষ্টি-আহমেদনগর ডেমু ট্রেনটি স্টেশনে পৌঁছনোর কিছুক্ষণ আগে দুর্ঘটনার কবলে পড়ে। পাঁচটি কামরা থেকে গলগল করে ধোঁয়া বেরোতে থাকে। আগুনে পুড়ে যায় কামরাগুলো। আগুন লাগার সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে সমস্ত যাত্রীদের বার করে আনা হয়। তাই ওই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।  কীভাবে  ট্রেনে  আগুন লাগল , তাও এখনও স্পষ্ট নয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ৩টে নাগাদ আগুন লাগে । পাঁচটি কামরায় আগুন ছড়িয়ে পড়ায়  যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন । ট্রেন থেকে সবাই নেমে পড়েন । এর প্রায়   মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাজ  বলেন, ‘‘আগুন লাগার আগেই বিপদ বুঝতে পেরে সমস্ত যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। আগুন কিভাবে  লাগল, তার তদন্ত শুরু হয়েছে।’’