অমৃতসরের ওষুধ কারখানায় বিধ্বংসী আগুন, মৃতু্য ৪ শ্রমিকের
Sunita Das
অমৃতসর, ৬ অক্টোবর– বৃহস্পতিবার রাতে ভয়াবহ আগুন লাগে পাঞ্জাবের অমৃতসরের এক ওষুধ কারখানায়৷ সেসময় বেশ কয়েকজন শ্রমিক ভিতরে ছিলেন৷ আগুন লেগে তারমধ্যে চারজনের মৃতু্য হয়েছে৷ সূত্রের খবর, ওষুধের কারখানায় বিভিন্ন রকম রাসায়নিক মজুত ছিল৷ তারফলেই আগুন আরও বিধ্বংসী রূপ নেয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল৷ তবে কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি৷ ঘটনাটি ঘটেছে অমৃতসরের কাছে নাগকালান গ্রামে৷বৃহস্পতিবার ওই ওষুধ কারখানায় যখন আগুন লাগে, তখন সেখানে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন৷ হঠাৎ করে আগুন দেখে তাঁদের মধ্যে হুড়োহুডি় পডে় যায়৷ কিছুক্ষণের মধ্যেই সেই আগুন ছডি়য়ে পডে় কারখানার বিভিন্ন প্রান্তে৷ গোটা কারখানা কালো ধোঁয়ায় ঢেকে যায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী৷ শুরু হয় আগুন নেভানোর কাজ৷ এই অগ্নিকাণ্ডের জেরে চারজনের মৃতু্য হয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ সুপার সতিন্দর পাল সিং৷ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন বলেও খবর৷ তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা সম্ভব হয়নি৷ কীভাবে ওই ওষুধ কারখানায় আগুন লাগল, সেটাও এখনও জানা যায়নি৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে৷ তবে গোটা বিষয়টি খতিয়ে দেখছে দমকল বাহিনী৷ ভোরের দিকে সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর৷