লখনউ, ১৮ ডিসেম্বর – সরকারি হাসপাতালে অপারেশন থিয়েটারে আগুন লেগে মৃত্যু হল ১ জন মহিলা ও ১ শিশুর। সোমবার উত্তরপ্রদেশের লখনউয়ের সঞ্জয় গান্ধি পোস্ট-গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আগুন লাগার পরই দমকলে দ্রুত খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাস্থলে হাজির হয় দমকলের একাধিক ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। তবে ততক্ষণে অপারেশন থিয়েটারে আগুন লেগে অস্ত্রোপচার চলা ১ মহিলার মৃত্যু হয়। এছাড়াও হার্টের অপরেশনের জন্য ভর্তি হওয়া ১ শিশুর ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে মারা যায় । অপরেশন থিয়েটারের কাছাকাছি থাকা অন্য রোগীদের দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।
দমকল বাহিনীর বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে শেষ পাওয়া খবরে জানা গিয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। স্থানীয় সূত্রের দাবি, হাসপাতাল কর্মীদের গাফিলতির জেরেই আগুন লেগে যায় । অপারেশন থিয়েটারে অগ্নিকাণ্ডের ঘটনায় নড়ে চড়ে বসেছে যোগী সরকার। উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক এই বিষয়ে বিবৃতি দিয়ে জানিয়েছেন , ঘটনার দ্রুত তদন্ত হবে। দোষীরা কঠোর শাস্তি দেওয়া হবে।