• facebook
  • twitter
Friday, 22 November, 2024

উদয়নিধি ও প্রিয়ঙ্কের বিরুদ্ধে দায়ের এফআইআর 

চেন্নাই, ৬ সেপ্টেম্বর– সনাতন ধর্ম নিয়ে মন্তব্যের জেরে তুমুল বিতর্কে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিন এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়ঙ্ক খাড়গে । সেই মন্তব্যের জেরেই এফআইআর দায়ের করা হল এই দুই মন্ত্রী পুত্রের বিরুদ্ধে। তবে এফআইআরের পরেও নিজের অবস্থানে অনড় উদয়নিধি। বলে দেন, তিনি যে পরিপ্রেক্ষিতে এ কথা বলেছিলেন, প্রয়োজনে

চেন্নাই, ৬ সেপ্টেম্বর– সনাতন ধর্ম নিয়ে মন্তব্যের জেরে তুমুল বিতর্কে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিন এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়ঙ্ক খাড়গে । সেই মন্তব্যের জেরেই এফআইআর দায়ের করা হল এই দুই মন্ত্রী পুত্রের বিরুদ্ধে।

তবে এফআইআরের পরেও নিজের অবস্থানে অনড় উদয়নিধি। বলে দেন, তিনি যে পরিপ্রেক্ষিতে এ কথা বলেছিলেন, প্রয়োজনে ফের একই কথা বলবেন। এদিকে, স্ট্যালিনপুত্রের এই মন্তব্যকে সমর্থন করেন খাড়গেপুত্র প্রিয়ঙ্ক। সেই কারণে তাঁর বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছে।

ভারতীয় দণ্ডবিধির ২৯৫ এ এবং ১৫৩ এ ধারায় মঙ্গলবার উত্তরপ্রদেশের রামপুরে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সনাতন ধর্ম নিয়ে উদয়নিধির মন্তব্য সাধারণ মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ করেন আইনজীবী হর্ষ গুপ্তা এবং রাম সিং লোধি। এরপরই এফআইআর দায়ের করা হল