• facebook
  • twitter
Friday, 22 November, 2024

জরিমানা দিতে হবে, আদালতে ধাক্কা খেলেন বিশ্বভারতীর উপাচার্য

 কলকাতা,২৭ ফেব্রুয়ারি — বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ কুমার চক্রবর্তী কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন। তাঁকে ১ লক্ষ টাকা জরিমানার যে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ, তা বহাল রাখল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। ঠিক কীসের জন্য এই জরিমানা? জানা গেছে, ২০২১ সালে বিশ্বভারতীর একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের চাইল্ড কেয়ারের জন্য ছুটি মঞ্জুর করা হয়। অধ্যাপক দেবতোষ

 কলকাতা,২৭ ফেব্রুয়ারি — বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ কুমার চক্রবর্তী কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন। তাঁকে ১ লক্ষ টাকা জরিমানার যে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ, তা বহাল রাখল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।

ঠিক কীসের জন্য এই জরিমানা?

জানা গেছে, ২০২১ সালে বিশ্বভারতীর একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের চাইল্ড কেয়ারের জন্য ছুটি মঞ্জুর করা হয়। অধ্যাপক দেবতোষ সিনহা বিশ্বভারতী কর্তৃপক্ষের নিয়ম মেনেই সেই ছুটির অনুমোদন দেন। এর এক বছর পরে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী অধ্যাপক দেবতোষ সিনহাকে চিঠি দিয়ে জানতে চান, কেন তিনি ওই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ছুটি মঞ্জুরের অনুমোদন করেছিলেন।

এর পরেই ওই চিঠিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন অধ্যাপক দেবতোষ সিনহা। তাঁর আইনজীবী সুবীর সান্যাল আদালতে জানান, দেবতোষবাবু কোনও অন্যায় করেননি ছুটি মঞ্জুর করে।

সওয়াল জবাব শোনার পরে বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দেন, উপাচার্যের পাঠানো ওই চিঠি বাতিল করতে হবে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এক লক্ষ টাকা জরিমানা দিতে হবে। অনাদায়ে এই জরিমানা পূরণ করতে হবে উপাচার্যকেই।