ভারত মহাসাগরে যুদ্ধের মেঘ, ইরানের নিশানায় ইজরায়েলি জাহাজ!

সন্দেহভাজন ইরানি ড্রোনের হামলায় ভারত মহাসাগরে যুদ্ধের মেঘ ঘনিয়ে এল৷ ইজরায়েল-হামাস যুদ্ধের ৪ দিনের সাময়িক বিরতির শনিবার দ্বিতীয় দিন৷ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস নিতে পেরেছে দু’দেশের নিরীহ মানুষ৷ কিন্তু এই যুদ্ধ নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আগাম সতর্কতা দিয়েছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা৷ এই সতর্কবার্তার মাঝেই ফের
ইজরায়েল-ইরান সংঘাতের রেশ দেখা দিল ভারত মহাসাগরে৷ শনিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানালেন, শুক্রবার ভারত মহাসাগরে এক ইজরায়েলি ধনকুবেরের কনটেনার জাহাজে হামলা চালিয়েছে সন্দেহভাজন একটি ইরানি ড্রোন৷ বিস্ফোরণে ক্ষতি হয়েছে জাহাজটির৷
একদিকে, রাশিয়া-ইউক্রেন অন্যদিকে, ইজরায়েল-ইরান এই দু’ই দেশের যুদ্ধের আবহে এমনিতেই তৃতীয় বিশ্বযুদ্ধ বাধল বলে৷ তবে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক যুদ্ধের সাময়িক বিরতির মধ্যেই ইজরায়েলি জাহাজে হামলার এই ঘটনা ইঙ্গিতবাহী বলেই মনে করা হচ্ছে৷ শুক্রবার থেকে গাজায় যুদ্ধ বিরতিতে দুই পক্ষের পণবন্দিদের মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে৷ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকের চাঞ্চল্যকর দাবি, যুদ্ধ বিরতির প্রথম দিনেই সিএমএ সিজিএম সায়মি নামের ইজরায়েলি ধনকুবেরের জাহাজে ড্রোন হামলা হয়৷ সন্দেহভাজন ড্রোনটি ইরানের বলেই দাবি করা হচ্ছে৷ তিন কোণা ড্রোনে ছিল প্রচুর বিস্ফোরক৷ জাহাজের কাছে এসেই বিস্ফোরণ ঘটে৷ কেউ হতাহত না হলেও জাহাজের ক্ষতি হয়েছে বলেই জানা গিয়েছে৷
যুদ্ধের শুরু থেকেই প্যালেস্টাইন তথা হামাস গোষ্ঠীর পাশে দাঁডি়য়েছে ইরান৷ বিষোদগার করেছে ইজরায়েল ও আমেরিকার বিরুদ্ধে৷ কিছুদিন আগে এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট গিলানি মন্তব্য করেন, ইজরায়েল হল আমেরিকার অবৈধ সন্তান৷ বলেন, ‘আমেরিকা ইহুদি শাসককে গাজার অসহায় জনগণের বিরুদ্ধে অপরাধমূলক অভিযান চালাতে উৎসাহ দিয়েছে, এমনকী এই নৃশংসতাকে বৈধ প্রতিরক্ষামূলক নীতি বলেও ঘোষণা করেছে৷’
শনিবার মার্কিন কর্মকর্তা বলেন, ‘আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি৷’ তবে হামলায় ইরানকে দোষী সাব্যস্ত করতে মার্কিন সামরিক বাহিনীর গোয়েন্দারা তথ্য সংগ্রহ করেছেন কি না, এই বিষয়ে বিস্তারিত জানাতে চাননি আমেরিকার প্রতিরক্ষা প্রতিনিধি৷