মুম্বাই,১৯ সেপ্টেম্বর —ইন্ডিয়ান আইডল 13-এর প্রতিযোগী নাহিদ আফরিনের গান নিয়েও মৌলবাদীদের সমস্যা হয়েছিল। বলা হয় গানের কোনও ধর্ম নেই। কিছু মানুষ রয়েছে যাদের এ কথা সহ্য হয় না। গান হোক বা পোশাক, সব কিছুই এরা ধর্মের বিচারে ভাগ করতে ভালোবাসে। কয়েক মাস আগে ইউটিউব গায়িকা ফরমানি নাজের ঘটনা সকলের জানা। শিব ভজন ‘হর হর শম্ভু’ গাওয়া নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। যা নিয়ে ব্যাপক তোলপাড় হয়।
২০১৭ সালের ঘটনা, নাহিদ ইন্ডিয়ান আইডলের মঞ্চে তার ভয়ংকর অভিজ্ঞত হয় । ফার্স্ট রানার আপ হয়েছিলেন নাহিদ। ইন্ডিয়ান আইডলের মঞ্চে নাহিদ জনপ্রিয়তা পান এবং বিভিন্ন জায়গায় শো করতে থাকেন। আকিরা চলচ্চিত্রের ‘রজ রজ কে’ গানের মাধ্যমে বলিউডে প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন।
গানটি গাওয়ার জন্য নাহিদের বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়। এমনকি তার ওপর হামলাও হয়েছে। অসমের মুসলিম সংগঠনগুলো তার বিরুদ্ধে ফতোয়া জারি করেছিল। এই ফতোয়া জারি হওয়ার পর ভেঙে পড়েন নাহিদ। কিন্তু এই দুঃসময়ে জনপ্রিয় কণ্ঠশিল্পীদের সহযোগিতা পেয়েছেন নাহিদ। বিশাল দাদলানিও তাদের একজন।