• facebook
  • twitter
Friday, 22 November, 2024

২৫ হাজার খরচ করে ২০৫ কেজি পেঁয়াজ বেচে পেলেন ৮ টাকা 

বেঙ্গালুরু, ২৯ নভেম্বর– ফসলের সঠিক দাম পেতে এক কৃষক বাড়ি থেকে ৪১৫ কিলোমিটার দূরে বেঙ্গালুরুতে পেঁয়াজ বিক্রি করতে এসেছিলেন। কিন্তু তারপর তার যা অবস্থা হল তা রীতিমত অবাক করার মত।  কিন্তু ২০৫ কেজি পেঁয়াজের মূল্য হিসেবে তিনি পেয়েছেন মাত্র ৮.৩৬ টাকা । পেঁয়াজ বিক্রির সেই বিল নেটমাধ্যমে আপলোড করেছেন ওই কৃষক, যা দেখে হাসবে না

বেঙ্গালুরু, ২৯ নভেম্বর– ফসলের সঠিক দাম পেতে এক কৃষক বাড়ি থেকে ৪১৫ কিলোমিটার দূরে বেঙ্গালুরুতে পেঁয়াজ বিক্রি করতে এসেছিলেন। কিন্তু তারপর তার যা অবস্থা হল তা রীতিমত অবাক করার মত। 

কিন্তু ২০৫ কেজি পেঁয়াজের মূল্য হিসেবে তিনি পেয়েছেন মাত্র ৮.৩৬ টাকা । পেঁয়াজ বিক্রির সেই বিল নেটমাধ্যমে আপলোড করেছেন ওই কৃষক, যা দেখে হাসবে না কাঁদবে তা ভেবেই পাচ্ছেন না মানুষজন ।

জানা গেছে, পাওয়াদেপ্পা হাল্লিকেরি নামে ওই কৃষকের বাড়ি কর্নাটকের গদগে । সেখান থেকে ভাল দাম পাওয়ার আশায় পেঁয়াজ বিক্রি করবেন বলে বেঙ্গালুরুর যশবন্তপুর বাজারে এসেছিলেন তিনি। সেখানেই একজন পাইকারি ব্যবসায়ীর কাছে পেঁয়াজ বিক্রি করেন তিনি। তাঁর দেওয়া বিলের ছবিতে দেখা যাচ্ছে, প্রতি কুইন্ট্যাল পেঁয়াজের দাম হিসেবে ২০০ টাকা দিয়েছেন তিনি। সেই মতো ২০৫ কেজি পেঁয়াজের দাম  হয় ৪১০ টাকা। কিন্তু সেখান থেকে মুটের খরচ হিসেবে ২৪ টাকা এবং পরিবহণ খরচ হিসেবে ৩৭৭.৬৪ টাকা বাদ দিয়েছেন তিনি। সব কেটেকুটে ওই কৃষককে ২০৫ কেজি পেয়াঁজের দাম হিসেবে মাত্র ৮ টাকা ৩৬ পয়সা দিয়েছেন তিনি।

পাওয়াদেপ্পা জানিয়েছেন, ওই পেঁয়াজ চাষ করতে এবং বেঙ্গালুরুতে বয়ে আনতে তাঁর অন্তত ২৫ হাজার টাকা খরচ হয়েছে।