• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ফুসফুস জনিত রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন বিখ্যাত অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়  

কলকাতা, ২৯ অগাস্ট– কর্মজীবনে একাধিক ছবি উপহার দিয়েছেন দর্শকদের কিন্তু তার যে ছবির জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন সেটি হল ‘জন অরণ্য’,এই  ছবির সোমনাথ চরিত্রেই তাঁকে সারাজীবন মনে রেখেছেন  দর্শকরা। জানা গেছে, ফুসফুসে সংক্রমণ নিয়ে গত এক সপ্তাহ যাবৎ নাগেরবাজারের দমদম ক্যান্টনমেন্ট মিউনিসিপ্যাল হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার তাঁকে ভেন্টিলেশনে

কলকাতা, ২৯ অগাস্ট– র্মজীবনে একাধিক ছবি উপহার দিয়েছেন দর্শকদের কিন্তু তার যে ছবির জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন সেটি হল ‘জন অরণ্য’,এই  ছবির সোমনাথ চরিত্রেই তাঁকে সারাজীবন মনে রেখেছেন  দর্শকরা। জানা গেছে, ফুসফুসে সংক্রমণ নিয়ে গত এক সপ্তাহ যাবৎ নাগেরবাজারের দমদম ক্যান্টনমেন্ট মিউনিসিপ্যাল হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। হাসপাতাল কিন্তু তাতেও কোনও উন্নতি ধরা পড়েনি। শেষ অবধি সোমবার সকালে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে জীবনাবসান হয় প্রবাদপ্রতিম অভিনেতার। সোমবার সাতসকালে প্রয়াত সত্যজিৎ রায়ের ‘জন অরণ্য’র ‘সোমনাথ’। ফুসফুসে সংক্রমণ নিয়ে এদিন সকাল সোয়া আটটা নাগাদ বিখ্যাত অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায় মারা গেলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউড ইন্ডাস্ট্রিতে।