কংগ্রেসের ৬৮৭টি পেজ ও অ্যাকাউন্ট সরাল ফেসবুক

ফেসবুকের লোগো (File Photo: IANS)

দিল্লি, ১ এপ্রিল – লোকসভা নির্বাচন শুরুর আগে কংগ্রেস দলের তথ্যপ্রযুক্তি সেলের লোকজনের সঙ্গে যোগ রয়েছে এমন ৬৮৭টি পেজ ও অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে ঘোষণা করল ফেসবুক। ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট ও বাতিল অ্যাকাউন্টের মাধ্যমে যাতে ভারতে জাতীয় নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা আটকানোর লক্ষ্যে তা মুছে ফেলা হয়েছে। ফেসবুকের তরফে বলা হয়েছে, ‘পেজের বিষয়বস্তু নয়, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে পেজগুলোয় তথ্য পরিবেশন করা হয়েছে, তা নিয়ে সন্দেহের উদ্রেক হওয়ার কারণে ওই অ্যাকাউন্ট ও পেজগুলি সরিয়ে দেওয়া হয়েছে’। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে যে পেজগুলো সরিয়ে নেওয়া হয়েছে, সেগুলি কংগ্রেসের অফিসিয়াল পেজ নয়। দলের কর্মী সদস্যরা তৈরি করে থাকতে পারেন। ফেসবুকের সাইবার সিকিউরিটি নীতি নিরধারক দফতরের প্রধান ন্যাথানিয়েল গ্লেইচার জানিয়েছেন, ‘ভারতে সাধারণ নির্বাচন আসন্ন, তাই নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেছে। তার মধ্যেই কংগ্রেস দলের তথ্যপ্রযুক্তি সেলের লোকজনের সঙ্গে যোগ রয়েছে এমন ৬৮৭টি পেজ ও অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ওই পেজগুলোয় যে তথ্য পরিবেশন করা হয়েছে, তার বিষয়বস্তুর জন্য নয়, তথ্যগুলি যে উদ্দেশ্য নিয়ে পরিবেশন করা হয়েছে, তা শনাক্ত করার পরই। ফেসবুকের স্বয়ংক্রিয় ব্যবস্থা পেজগুলোকে সাসপেন্ড করে দিয়েছে’। তিনি বলেন, ‘আমরা যখন কোনও নেটওয়ার্ককে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে সরিয়ে দি, তার মানে ওই নেটওয়ার্কে যে তথ্য পরিবেশন করা হয়েছে তার উদ্দেশ্য সঠিক নয়। যারা এই ধরনের পেজ ও ভুয়ো অ্যাকাউন্ট খুলছেন, তারা কিন্তু পরিচয় গোপন করে ভোটের মরশুমে উদ্দেশ্য পূরণ করার চেষ্টা করছেন। আমরা পর্যবেক্ষণ করে জানতে পেরেছি, যে পেজ ও অ্যাকাউন্টগুলো সরিয়ে দেওয়া হয়েছে, সেগুলি কংগ্রেসের তথ্যপ্রযুক্তি সেলের লোকজনরা তৈরি করেছে ও পরিচয় গোপন করার চেষ্টা করেছে’। তাঁর কোথায়, ‘আমরা ওই ধরনের পেজগুলি শনাক্ত করার লক্ষ্যে কাজ চালাচ্ছি। কারণ আমরা চাই না যে, নিজেদের উদ্দেশ্য পূরণ করার জন্য কেউ ফেসবুককে ব্যবহার করুক। তাই ওই ধরনের পেজগুলি শনাক্ত করার পরই তা সরিয়ে দেওয়া হবে। ভোটের আগে ফেসবক, ইন্সটাগ্রামকে ব্যবহার করে যাতে উদ্দেশ্য পূরণ করতে না পারে তাঁর ওপর নজরদারি চালানো হচ্ছে। লোকসভা নির্বাচনের আগে ভারতে শাসক দল সতর্ক করে বলেছে, দেশের নির্বাচন ব্যবস্থাকে যদি কোনওভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয়, তাহলে কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে’। তিনি বলেন, ‘আমরা কংগ্রেসকে জানিয়েছে যে ওই পেজগুলোতে কি ধরনের উদ্দেশ্য প্রণোদিত তথ্য পরিবেশন করা হয়েছে। শুধু তাই নয়, তাদের সমস্ত প্রশ্নের জবাবও দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা নীতি নির্ধারক ও প্রশাসনের সঙ্গে কথা বলেছি’।