দিল্লি , ২৮ মার্চ – ইপিএফে বাড়ল সুদের হার। চলতি অর্থবর্ষ অর্থাৎ ২০২২-২৩-এ সুদের হার বেড়ে ৮.১৫ শতাংশ হল, যা গত অর্থবর্ষের তুলনায় কিছুটা বেশি। মঙ্গলবার এক বৈঠকের পর এই সিদ্ধান্ত গৃহীত হয়। ২০২১-২২ অর্থবর্ষে ইপিএফের সুদের হার অনেকটাই কমে যায় । ২০২০-২১ অর্থবর্ষে সুদের হার ছিল ৮.৫ শতাংশ। গত বছর তা ৮.১ শতাংশে নামিয়ে আনা হয়, যা কিনা চার দশকের মধ্যে সর্বনিম্ন ছিল। এবার সেই হার ০.৫ শতাংশ বৃদ্ধি করা হল।
গত বছর ৮.১ শতাংশ হারে সুদ ঘোষণার পর দেশ জুড়ে গ্রাহকদের একাংশের ক্ষোভের মুখে পড়েছিল কেন্দ্রীয় সরকার। কারণ ১৯৭৭-৭৮ সালের পরে ওই সুদের হারই ছিল সর্বনিম্ন। খাদ্য-সহ নিত্যপ্রয়োজনীয় সমস্ত পণ্যের চড়া মূল্যবৃদ্ধিতে মানুষের নাজেহাল। মনে করা হয়েছিল সুদের হার নতুন করে আর হ্রাস বা বৃদ্ধি করা হবে না। তবে ঘোষণার পর দেখা গেল সামান্য হলেও সুদ বৃদ্ধি করা হয়েছে।তবে ব্যাপক মূল্যবৃদ্ধির মধ্যে এই সুদ পেলে আদৌ মানুষ কতটা উপকৃত হবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।