পুনে, ২৭ নভেম্বর-– বিষাক্ত গ্যাসে কাঁটা পুনে শহর৷ যার জেরে জরুরী অবস্থা জারি করা হয়েছে পুনে শহরে৷ জানা গিয়েছে, অতিদাহ্য এবং বিষাক্ত গ্যাস নিয়ে হাইওয়েতে উল্টে পডে়ছে একটি ট্যাঙ্কার৷ সেই গ্যাস ছডি়য়ে পড়ার ভয়ে সন্ত্রস্ত পুণের বাসিন্দারা৷ অবস্থা এতটাই বেগতিক হয়ে দাঁড়ায় যে শহরের একাংশে জারি করা হয়েছে জরুরি অবস্থা৷ পুণে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গাডি়র ভিতর থেকেও চুঁইয়ে বেরোতে শুরু করেছে বিষাক্ত গ্যাস ইথিলিন অক্সাইড৷ যা নিঃশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে ফুসফুসকেও জখম করতে পারে৷
পুলিশ সূত্রে খবর, ওই ট্যাঙ্কারটি রিল্যায়েন্স পেট্রোকেমিক্যালসের৷ কোম্পানীর তরফে ওই রাসায়নিক নিয়ে যাওয়া হচ্ছিল গন্তব্যে৷ কিন্ত্ত মাঝপথে টাল সামলাতে না পেরেই উল্টে যায় গাডি়টি৷ এর পরেই ওই সংস্থার রাসায়ানিক বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইথিলিন অক্সাইড একটি অত্যন্ত বিষাক্ত রাসায়নিক পদার্থ৷ এর নানারকম স্বাস্থ্যজনিত ঝুঁকি আছে৷ এই গ্যাস শরীরে প্রবেশ করলে, ফুসফুসে জখম, মাথা ব্যাথা, গা-বমি ভাব, বমি হওয়া, ডায়রিয়া, শ্বাসের সমস্যা দেখা দিতে পারে৷
জানা গিয়েছে, রবিবার মধ্য রাতে ঘটনাটি ঘটে পুণে-আমেদাবাদ সড়কের উপর বড়গাঁও শেরি চওকের কাছে৷ রাত ১টা নাগাদ দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত কাজে নামে পুণে পুলিশ এবং দমকলবাহিনী৷ গ্যাস ছডি়য়ে পড়ার আশঙ্কার পাশাপাশি বিস্ফোরণের ঝুঁকিও ছিল৷ ফলে সময় নষ্ট না করে আশপাশের এলাকার সমস্ত দমকল কেন্দ্র থেকে অগ্নিনির্বাপণ গাডি় এনে হাজির করানো হয় এলাকায়৷ দমকলের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থলে পৌঁছনোর পরেই অগ্নিনির্বাপণ গাডি়র সাহায্যে নিরবচ্ছিন্ন ভাবে জল ছিটনো হতে থাকে ট্যাঙ্কারটির উপর৷ অতিরিক্ত সুরক্ষার কথা মাথায় রেখেই সোমবার সকাল পর্যন্ত একনাগারে জল দেওয়া হয় ট্যাঙ্কারটির গায়ে৷