• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

চ্যাটজিপিটিকে ৮২৬ কোটি দানের প্রসঙ্গ তুলে বিতর্ক বাঁধালেন ইলন

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া যায় তা দেখিয়েছে ওপেনএআই নামে একটি সংস্থা। নভেম্বরে তারা বাজারে এনেছে চ্যাটজিপিটি । যা ইতিমধ্যেই সাড়া ফেলেছে ব্যাপক। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবেতেই সিদ্ধহস্ত এটি। সেই  চ্যাটজিপিটি -র নতুন ভার্সন জিপিটি-৪ বাজারে এসেছে। তবে দাবি করা হচ্ছে নতুন এই ভার্সনেও নাকি একই খামতি যা পুরোনো জিপিটি-৩ বা জিপিটি-৩.৫ ছিল  চ্যাটজিপিটি-র নতুন

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া যায় তা দেখিয়েছে ওপেনএআই নামে একটি সংস্থা। নভেম্বরে তারা বাজারে এনেছে চ্যাটজিপিটি । যা ইতিমধ্যেই সাড়া ফেলেছে ব্যাপক। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবেতেই সিদ্ধহস্ত এটি। সেই  চ্যাটজিপিটি -র নতুন ভার্সন জিপিটি-৪ বাজারে এসেছে। তবে দাবি করা হচ্ছে নতুন এই ভার্সনেও নাকি একই খামতি যা পুরোনো জিপিটি-৩ বা জিপিটি-৩.৫ ছিল 

চ্যাটজিপিটি-র নতুন ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে মুখ খুলেছিলেন টেসলার সিইও ইলন মাস্ক । এবার সেই  চ্যাটজিপিটি  প্রস্তুতকারক সংস্থাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। অনেকেই জানেন না যে, ওপেনএআই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন ইলন। যখন ওপেনএআই অ-লাভজনক সংস্থা ছিল তখন ইলনই ছিলেন তার সর্বেসর্বা কর্তা। তবে কিছুদিন পর তিনি ওপেনএআই ছেড়ে বেরিয়ে যান।

সেইসময়কার কথা মনে করিয়ে ইলন টুইট করেছেন। তার টুইটে তিনি দাবি করেছেন যে, যখন ওপেনএআই একটি অ-লাভজনক সংস্থা ছিল তখন তিনি ১০০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছিলেন। ভারতীয় মুদ্রায় সেটি দাঁড়ায় ৮২৬ কোটি টাকারও বেশি। সেই সংস্থা কীভাবে লাভজনক কোম্পানিতে পরিণত হল, তা নিয়ে যে তিনি বিভ্রান্তিতে রয়েছেন তা টুইটে জানান ইলন।

টুইটে তিনি লেখেন, ‘আমি এখনও বিভ্রান্তিতে আছি যে কীভাবে একটি অ-লাভজনক সংস্থা যাকে আমি ১০০ মিলিয়ন মার্কিন ডলার দান করেছিলাম তা লাভজনক সংস্থায় পরিণত হল?’ এই কোম্পানির এখন মার্কেট ভ্যালু ৩০ বিলিয়ন মার্কিন ডলার। তা নিয়ে প্রশ্ন তুলে টুইটার মালিক বলেন, ‘যদি এটি বৈধ হয়, তাহলে সবাই কেন তা করে না?’