• facebook
  • twitter
Friday, 22 November, 2024

এলনকে সরিয়ে বিশ্বের এক নম্বর ধনী এখন বার্নার্ড

ওটাওয়া, ১৪ ডিসেম্বর–  টুইটার কেনার পরে লোকসানের পর লোকসানই হয়েছে স্পেস-এক্স প্রতিষ্ঠাতার । বিশ্বের অন্যতম ধনকুবের এলন মাস্কের স্থান ছিনিয়ে নিয়ে এবার সেরা ধনী এলভিএমএইচের কর্ণধার বার্নার্ড অর্নোল্ট। মাস্ক এখন ওই তালিকায় দু’নম্বরে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, ২০২২ সালে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ১৬৮ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ হাজার কোটি)। সেখানে ৭২ বছর বয়সি বার্নার্ড

ওটাওয়া, ১৪ ডিসেম্বর–  টুইটার কেনার পরে লোকসানের পর লোকসানই হয়েছে স্পেস-এক্স প্রতিষ্ঠাতার । বিশ্বের অন্যতম ধনকুবের এলন মাস্কের স্থান ছিনিয়ে নিয়ে এবার সেরা ধনী এলভিএমএইচের কর্ণধার বার্নার্ড অর্নোল্ট। মাস্ক এখন ওই তালিকায় দু’নম্বরে।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, ২০২২ সালে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ১৬৮ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ হাজার কোটি)। সেখানে ৭২ বছর বয়সি বার্নার্ড অর্নোল্টের সম্পদের পরিমাণ প্রায় ১৭২ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২১ হাজার কোটির কাছাকাছি)।

টুইটার কেনার পর থেকেই লোকসান হচ্ছে ইলন মাস্কের। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির নাকি চলতি বছরে প্রতি দিন ২,৫০০ কোটি টাকা লোকসান হচ্ছে। এমনই দাবি করেছে আমেরিকার সংবাদমাধ্যম ব্লুমবার্গ। বিশ্বের ধনকুবেরদের সম্পত্তির খতিয়ান দিয়ে একটি তালিকা তৈরি করেছিল ব্লুমবার্গ। তাতেই দেখা গেছে, ধনকুবেরদের তালিকায় সবচেয়ে বেশি সম্পত্তি হারিয়েছেন টেসলা-কর্তা মাস্ক।এখন তাঁর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১৭ হাজার কোটি ডলারে।