• facebook
  • twitter
Friday, 22 November, 2024

সংঘর্ষ থামাতে মাস্কের নিদানে রেগে আগুন জেলেনস্কি

এখনো জ্বলছে রুশ-ইউক্রেন যুদ্ধের আগুন। কেউ পিছোতে রাজি।   এরই মাঝে মার্কিন ধনকুবের এলন মাস্ক ইউক্রেনে শান্তি ফেরাতে প্রস্তাব দিয়ে বিতর্কের মুখে। তার প্রস্তাবে  ক্ষুব্ধ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। আসলে এই সংঘর্ষের নিষ্পত্তি করতে জনমত সংগ্রহের কথা বলেছেন টেসলার মালিক। আর তাতেই রেগে গিয়েছেন জেলেনস্কি । তীব্র সমালোচনা করেছেন মাস্কের। প্রসঙ্গত, সম্প্রতি রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞাকে উড়িয়ে দিয়ে ক্রাইমিয়ার মতোই

Elon Musk.

খনো জ্বলছে রুশ-ইউক্রেন যুদ্ধের আগুন। কেউ পিছোতে রাজি।   এরই মাঝে মার্কিন ধনকুবের এলন মাস্ক ইউক্রেনে শান্তি ফেরাতে প্রস্তাব দিয়ে বিতর্কের মুখে। তার প্রস্তাবে  ক্ষুব্ধ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। আসলে এই সংঘর্ষের নিষ্পত্তি করতে জনমত সংগ্রহের কথা বলেছেন টেসলার মালিক। আর তাতেই রেগে গিয়েছেন জেলেনস্কি । তীব্র সমালোচনা করেছেন মাস্কের।
প্রসঙ্গত, সম্প্রতি রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞাকে উড়িয়ে দিয়ে ক্রাইমিয়ার মতোই পূর্ব ইউক্রেনের দখলকৃত অংশে গণভোট করিয়েছে রাশিয়া। ওই চার অঞ্চলেই ভোট মস্কোর পক্ষে গিয়েছে বলে দাবি পুতিন বাহিনীর। যদিও ওই গণভোটের তীব্র বিরোধিতা করেছে কিয়েভ। প্রতিবাদে মুখর হয়েছে পশ্চিমি দেশগুলিও। মাস্কের প্রস্তাব, ওই চার অঞ্চলে এবার রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে নির্বাচন হোক। পাশাপাশি ২০১৪ সালে রাশিয়ার দখল করা ক্রিমিয়াকে আনুষ্ঠানিক ভাবে রাশিয়ার অধিকৃত অঞ্চলের স্বীকৃতি দিক ইউক্রেন।