• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

চুল পড়া রোধ করতে পেঁয়াজের রসের কার্যকারিতা।

কলকাতা:- বর্তমানে চুল পড়ে যাওয়া একটি সাধারণ সমস্যা। প্রতিদিন অগন্তি চুল প্রাকৃতিকভাবেই ঝরে যায়। খুশকি, ধুলাবালিসহ বিভিন্ন কারণে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। চুল পড়া রোধ করতে ব্যবহার করতে পারেন পেঁয়াজের রস। জেনে নিন পেঁয়াজের রস দিয়ে কীভাবে তৈরি করবেন হেয়ার প্যাক। ১)পেঁয়াজের রস ও মধু- সমপরিমাণ মধু ও পেঁয়াজের রস মেশান। মিশ্রণটি চুলে

কলকাতা:- বর্তমানে চুল পড়ে যাওয়া একটি সাধারণ সমস্যা। প্রতিদিন অগন্তি চুল প্রাকৃতিকভাবেই ঝরে যায়। খুশকি, ধুলাবালিসহ বিভিন্ন কারণে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। চুল পড়া রোধ করতে ব্যবহার করতে পারেন পেঁয়াজের রস। জেনে নিন পেঁয়াজের রস দিয়ে কীভাবে তৈরি করবেন হেয়ার প্যাক।
১)পেঁয়াজের রস ও মধু-
সমপরিমাণ মধু ও পেঁয়াজের রস মেশান। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন। এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন। এটি খুশকি দূর করে চুল পড়া কমাবে।
২)আমন্ড তেল ও পেঁয়াজের রস-
পেঁয়াজের রসের সঙ্গে আমন্ড তেল মিশিয়ে মাথার তালু ও চুলে লাগান। এটি শুধু চুল পড়াই কমাবে না, পাশাপাশি চুলের দ্রুত বৃদ্ধিতেও দারুন সহায়ক।
৩)পেঁয়াজের রস ও নারিকেল তেল-
২ টেবিল চামচ নারিকেল তেলের সঙ্গে ১ টেবিল চামচ পেঁয়াজের রস মেশান। মিশ্রণটি চুলে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
৪)গরম জল ও পেঁয়াজের রস-
গরম পানির সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে শ্যাম্পু করার পর ধুয়ে নিন। নিয়মিত করলে একমাসের মধ্যেই চুল পড়া কমে যাবে।
৫)পেঁয়াজের রস ও অলিভ অয়েল-
অলিভ অয়েলের সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুল পড়া রোধ করে।