• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মহারাষ্ট্র এনসিপির সভাপতি জয়ন্ত পাটিলকে তলব করল ইডি

মুম্বাই, ১১ মে –  আসন্ন লোকসভা ভোটকে পাখির চোখ করে বিরোধী জোট গড়ার উদ্যোগ শুরু হয়েছে। এই নিয়ে বৃহস্পতিবার দুপুরে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মুম্বইয়ে এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গে বৈঠক করবেন এমনটাই কথা ছিল।  তার আগেই হঠাৎ ‘সক্রিয়’ হয়ে উঠল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিস পাঠানো হল মহারাষ্ট্র এনসিপির সভাপতি

মুম্বাই, ১১ মে –  আসন্ন লোকসভা ভোটকে পাখির চোখ করে বিরোধী জোট গড়ার উদ্যোগ শুরু হয়েছে। এই নিয়ে বৃহস্পতিবার দুপুরে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মুম্বইয়ে এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গে বৈঠক করবেন এমনটাই কথা ছিল।  তার আগেই হঠাৎ ‘সক্রিয়’ হয়ে উঠল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিস পাঠানো হল মহারাষ্ট্র এনসিপির সভাপতি জয়ন্ত পাটিলকে।

ইডি সূত্রের খবর, ইনফ্রাস্ট্রাকচার লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড বা আইএলঅ্যান্ডএফএস-এর দুর্নীতি সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী জয়ন্তকে শুক্রবার তলব করা হয়েছে। আইএলঅ্যান্ডএফএস-এর আর্থিক অনিয়মের মামলায় বুধবার তল্লাশি অভিযান চালায় ইডি। তারপরেই শরদ-ঘনিষ্ঠ জয়ন্তকে তলবের ঘটনা ঘটল ।
প্রসঙ্গত, মহারাষ্ট্রের কয়েকজন নেতা এবং তাঁদের আত্মীয়দের বিরুদ্ধে কনসর্টিয়াম গড়ে কোহিনূর মিলসের একটি অংশ ৪২১ কোটি টাকায় কেনার অভিযোগ রয়েছে। ওই জমিতে প্রথমে একটি শপিং মল তৈরির পরিকল্পনা ছিল। পরে সেই পরিকল্পনার বদল ঘটে। কোহিনূর ভবন নামে একটি বাণিজ্যিক ভবন তৈরির কাজ শুরু হয়। জমি কেনার ওই ৪২১ কোটির মধ্যে পরিকাঠামোর জন্য ঋণদানকারী সংস্থা আইএলঅ্যান্ডএফএস ২২৫ কোটি টাকা বিনিয়োগ করে। পরে আইএলঅ্যান্ডএফএস আর্থিক সঙ্কটের কারণ দেখিয়ে নিয়মবিরুদ্ধ ভাবে সেই অংশ মাত্র ৯০ কোটি টাকার বিক্রি করে দেয় বলে অভিযোগ। এই ঘটনারই তদন্ত শুরু করেছে ইডি।