• facebook
  • twitter
Friday, 22 November, 2024

১৭ লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে ধৃত ইডি আধিকারিক

১ ডিসেম্বর – লক্ষ লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন এক ইডি আধিকারিক। অভিযুক্ত ইডি আধিকারিকের নাম নওলকিশোর মিনা। দুর্নীতি দমন বিভাগের হাতে ইডি আধিকারিকের ধরা পড়ার ঘটনা ঘটে রাজস্থানে। বিধানসভা ভোটের আগে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। ফলে এই নিয়ে  শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজস্থান এসিবির ডিজি হেমন্ত প্রিয়দর্শী বৃহস্পতিবার জানান, ধৃত ইডি অফিসারের নাম নওলকিশোর

১ ডিসেম্বর – লক্ষ লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন এক ইডি আধিকারিক। অভিযুক্ত ইডি আধিকারিকের নাম নওলকিশোর মিনা। দুর্নীতি দমন বিভাগের হাতে ইডি আধিকারিকের ধরা পড়ার ঘটনা ঘটে রাজস্থানে। বিধানসভা ভোটের আগে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। ফলে এই নিয়ে  শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

রাজস্থান এসিবির ডিজি হেমন্ত প্রিয়দর্শী বৃহস্পতিবার জানান, ধৃত ইডি অফিসারের নাম নওলকিশোর মীনা। তিনি বলেন, ‘‘এক ব্যক্তি আমাদের কাছে অভিযোগ করেছিলেন, মণিপুরের ইম্ফলের দফতরে কর্তব্যরত ইডি অফিসার নওল তাঁর কাছে ১৭ লক্ষ টাকা ঘুষ দাবি করেছেন। একটি অর্থলগ্নি সংস্থার দুর্নীতি দমনের মামলায় অভিযুক্ত ওই ব্যক্তি এসিবি-কে জানান, তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত না করা এবং গ্রেফতার না করার ‘বিনিময়ে’ ওই অঙ্কের ঘুষ চেয়েছিলেন নওল।
প্রিয়দর্শী বলেন, ‘‘প্রাথমিক তদন্তের পরে আমরা অভিযুক্ত ইডি অফিসারকে ধরতে ফাঁদ পেতেছিলাম। বৃহস্পতিবার জয়পুরের ডিআইজি রবির নেতৃত্বে এসিবির একটি দল নওল এবং তার সহযোগী বাবুলাল মিনাকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার করে।’’