নিউজক্লিক মামলায় মার্কিন ধনকুবের নেভিল রয় সিংহমকে ফের সমন ইডির

দিল্লি, ১৬ নভেম্বর – নিউজক্লিকের আর্থিক তছরুপের মামলায় জি.জ্ঞাসাবাদ করতে মার্কিন ধনকুবের নেভিল রয় সিংহমকে আবার সমন পাঠাল ইডি৷ বিদেশ থেকে টাকা নিয়ে ভুয়ো সংবাদ ছড়ানোর অভিযোগ উঠেছে নিউজ পোর্টাল নিউজক্লিকের বিরুদ্ধে৷ সেই মামলাতেই নাম জডি়য়েছে সিংহমের৷ তাই তদন্তের স্বার্থে তাঁকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি৷ এর আগেও ওই মার্কিন ধনকুবেরকে ডেকে পাঠিয়েছিল ইডি৷ তবে সাড়া মেলেনি৷
উল্লেখ্য, গত অক্টোবর মাসে নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের সন্ত্রাসদমন শাখা৷ গ্রেপ্তার হন সাংবাদিক অমিত চক্রবর্তী৷ নিউজক্লিকের দপ্তর ও প্রায় ৩০ জন সাংবাদিকের বাডি়তে তল্লাশি চালায় ইডি৷ এই মামলায় দিল্লি পুলিশ তাদের এফআইআরে দাবি করেছে, নানা বিদেশি সংস্থার কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে ভুয়ো খবর ছড়াত নিউজক্লিক৷
নেভিল রয় সিংহম আমেরিকার কোটিপতি ব্যবসায়ী ও একধারে সমাজসেবী হিসেবেও পরিচিত ৷ ‘থট ওয়ার্কস্’ নামের একটি আইটি কোম্পানি রয়েছে তাঁর৷ মূলত, বিভিন্ন সফ্টওয়্যার, টুলস ও কনসালটেন্সি পরিষেবা দেয় এই সংস্থাটি৷ ১৯৫৪ সালে শ্রীলঙ্কার রাজনীতি গবেষক ও ঐতিহাসিক আর্চিবল্ড বিক্রমরাজা সিংহমের ঘরে জন্ম হয় নেভিলের৷ ২০১৭ সালে ডেমোক্র্যাটিক দলের প্রাক্তন উপদেষ্টা জডি ইভান্সকে বিয়ে করেন তিনি৷

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার নেভিল রয় সিংহমকে সমন পাঠিয়েছে ইডি৷ পিএমএলএ ধারায় বিদেশ মন্ত্রকের মাধ্যমে মার্কিন ধনকুবেরকে ডেকে পাঠানো হয়৷  সম্প্রতি দিল্লির একটি আদালত ‘লেটার রোগেটরি’ ইসু্য করে ইডিকে নেভিলের বয়ান রেকর্ড করার অনুমতি দেয়৷ অভিযোগ, নিজের সংস্থাকে কাজে লাগিয়ে বিশ্বজুডে় চিনের সমর্থনে প্রচার করেন সিংহম৷ এর জন্য কোটি কোটি টাকা ব্যয় করা হয়৷ মনে করা হচ্ছে, বিশ্বমঞ্চে নিজের ছবি স্বচ্ছ রাখতে ভুয়ো প্রচার চালাচ্ছে চিন৷ নেভিল এবং তাঁর প্রচার নেটওয়ার্কের সঙ্গে জডি়ত কিছু সংস্থার মধ্যে রয়েছে নো কোল্ড ওয়ার, নিউজক্লিক এবং কোড পিঙ্ক৷