• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

স্বাদ বদলাতে সহজেই বানিয়ে ফেলুন দক্ষিণী খাবার চিকেন ঘি রোস্ট।

প্রত্যেক রবিবারই অনেক বাড়িতেই চিকেন রান্না হয়ে থাকে। কিন্তু রোজ একই  রকম চিকেনের রেসিপি খেতে কারুরই ভালো লাগে না। তাই এবার স্বাদ বদলাতে বানিয়ে ফেলতেই পারেন দক্ষিণী পদ চিকেন ঘি রোস্ট। বাড়িতে অতিথি এলে তাঁদেরও রেঁধে খাওয়াতে পারেন এই পদ। তাহলে জেনে নিন কীভাবে বানাবেন চিকেনের এই পদ। উপকরণ:- •এক কেজি চিকেন, •আধ কাপ টক

প্রত্যেক রবিবারই অনেক বাড়িতেই চিকেন রান্না হয়ে থাকে। কিন্তু রোজ একই  রকম চিকেনের রেসিপি খেতে কারুরই ভালো লাগে না। তাই এবার স্বাদ বদলাতে বানিয়ে ফেলতেই পারেন দক্ষিণী পদ চিকেন ঘি রোস্ট। বাড়িতে অতিথি এলে তাঁদেরও রেঁধে খাওয়াতে পারেন এই পদ। তাহলে জেনে নিন কীভাবে বানাবেন চিকেনের এই পদ।
উপকরণ:-
•এক কেজি চিকেন,
•আধ কাপ টক দই,
•পেঁয়াজ কুচি,
•রসুন বাটা,
•হলুদ গুঁড়ো,
•লঙ্কা গুঁড়ো,
•পাতিলেবুর রস,
•৪-৫টা শুকনো লঙ্কা,
•গোটা গোলমরিচ,
•লবঙ্গ,
•মৌরি,
•গোটা ধনে,
•গোটা জিরে,
•তেঁতুলের ক্বাথ,
•স্বাদমতো নুন ও চিনি,
•কয়েকটা কারিপাতা,
•ঘি পরিমাণমতো।
প্রণালি:-  প্রথমে মুরগির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এবার একটা বাটিতে টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লেবুর রস আর নুন দিয়ে চিকেন মাখিয়ে ম্যারিনেশনের জন্য এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। কড়াইতে শুকনো লঙ্কা, মৌরি, গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, লবঙ্গ একটু ভেজে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিন। এবার কড়াইতে ঘি গরম করে কারিপাতা ফোড়ন দিন। কারিপাতার গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে লালচে করে ভেজে নিন। রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিন। তারপর ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে রান্না করুন। ভালো করে কষাতে থাকুন।  মাঝেমাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেবেন। মাংস কষানো হলে এবং সেদ্ধ হয়ে এলে তেঁতুলের ক্বাথ, চিনি এবং ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে আবারও ভালো করে কষিয়ে নিন। এর পর কড়াইতে পরিমাণমতো জল দিয়ে দিন। ঝোল একদম শুকিয়ে গেলে এবং ঘি আলাদা করে ভেসে উঠলেই তৈরি চিকেন ঘি রোস্ট! পরোটা কিংবা নানের সঙ্গে গরম গরম পরিবেশন করুন চিকেনের সুস্বাদু এই রেসিপি।