দিল্লি,২৪ জানুয়ারি– জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি ও তার আশপাশের একাধিক এলাকা। রিখটার স্কেলে কম্পনের পরিমাণ ৫.৮। মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ কম্পন অনুভূত হয়।
সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, এদিন দুপুর ঠিক ২টো ২৮ মিনিটে কম্পন অনুভূত হয় দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, লখনউয়ের বেশ কিছু এলাকায়। স্বাভাবিক ভাবেই তীব্র কম্পনে ছড়া আতঙ্ক। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল নেপাল-চিন সীমান্তের কাছে কালিকা এলাকার ১০ কিলোমিটার গভীরে।
দিল্লি ও গ্রেটার নয়ডার বাসিন্দারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও পোস্ট করেছেন। কম্পনের সময়ের মুহূর্ত ধরা পড়েছে সেখানে। অন্তত ১৫ থেকে ২০ সেকেন্ড পর্যন্ত কম্পন অনুভূত হয়। যদিও এই কম্পনে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।